রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ১১:৩৯ পূর্বাহ্ন

দোয়ারাবাজারে ১৩হাজার পিস সাবানসহ দুইজন আটক

  • প্রকাশের সময় : ১৮/০৩/২০২৩ ০৬:২০:৪৪
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
14

সুনামগঞ্জের দোয়ারাবাজার থানা পুলিশের বিশেষ অভিযানে বিপুল সংখ্যক বিক্রয় নিষিদ্ধ ভারতীয় মেডিকেটেড সাবান উদ্ধার হয়েছে। এগুলো পাচার করে আনার সঙ্গে জড়িত দুই জনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন উপজেলার নরসিংপুর ইউনিয়নের লেদারকান্দি গ্রামের মো. সাহাব উদ্দিনের ছেলে মো. ইসলাম উদ্দিন (২৮) ও বাংলাবাজার ইউনিয়নের বরইউরি গ্রামের মৃত সুরুজ মিয়ার ছেলে মো.রশিদ মিয়া (২৫)।

এদের দু’জনকে পুলিশের দায়েরকৃত বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে শনিবার (১৮ মার্চ) দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শুক্রবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে থানার উপ-পরিদর্শক মো.মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশ উপজেলার শরিফপুর এলাকায় অভিযান পরিচালনা করে।

এসময় শরীফপুর মসজিদ মার্কেট সংলগ্ন রাস্তায় দিয়ে দুটি সিএনজি চালিত অটোরিকশা রাখা ১৮০ কার্টুন ভর্তি ভারতীয় সাবান নিয়ে যাওয়ার সময় পুলিশ অটোরিকশা আটক করে। অটোরিকশায় তল্লাশী চালিয়ে প্রতি কার্টুনে ৭২ পিস করে মোট ১২হাজার ৯শত ৬০ পিস সাবানসহ দুইটি সিএনজি চালিত অটোরিকশা জব্দ করে।যার বাজার মুল্য ধরা হয়েছে ৯ লাখ ৯৪ হাজার ৪শ’ টাকা।

দোয়ারাবাজার থানার ওসি দেবদুলাল ধর বলেন, আটক আসামীরা শুল্ক ফাঁকি দিয়ে চোরাচালানের মাধ্যমে ভারত থেকে বাংলাদেশে এনে অবৈধ ভাবে সাবান বিক্রয় করার জন্য পরিবহন করতে ছিলো।

এবিষয়ে থানায় বিশেষ ক্ষমতা আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।


সিলেট প্রতিদিন / এএস


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি