রাব্বানী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, আমেরিকা প্রবাসী কমিউনিটি নেতা গোলাম রাব্বানীর পক্ষ থেকে গত রবিবার বিশ্বনাথে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়।
স্থানীয় চিকিৎসক ডাক্তার আমির উদ্দিনের সভাপতিত্বে, ধারাভাষ্যকার জয়নাল আবেদীনের অনুষ্ঠান সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসের উপসহকারী কৃষি কর্মকর্তা বুলবুল পাল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সমুজ মিয়া মাষ্টার ও কবির উদ্দিন।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, গোলাম রাব্বানী একজন প্রবাসী, তিনি প্রবাসে থাকলেও তার মনপ্রাণ সবসময় নিমজ্জিত থাকে দেশের মানুষের জন্য। কৃষি ক্ষেত্রে এগিয়ে আসায় গোলাম রাব্বানীকে সবাই ধন্যবাদ জানান।
বক্তারা আগামীতে ও এরকম বিনামূল্যে কৃষি সহায়তা বিতরণ অব্যাহত রাখার উদাত্ত আহবান জানান কোনাউরা নোয়াগাঁও গ্রামের এই কৃতি সন্তানকে। সার ও বীজ বিতরণ করায় কৃষকরাও আনন্দিত। মোট ৫টি গ্রামে বিতরণ করা হয়- ভূরকি গ্রাম, মুন্সিরগাঁও, ইসবপুর পাঠানচক ও কোনাউরা নোয়াগাঁও। অনুষ্ঠান চলাকালীন সময় কৃষকদের মুখে হাসি লক্ষ্য করা যায়।
এ সময় উপস্থিত ছিলেন কাওছার আহমদ, আব্দুর রহিম সুলতানসহ কোনাউরা নোয়াগাঁও গ্রামের সর্বস্তরের জনসাধারণ।
উল্লেখ্য, কোভিড মহামারি ও ২০২২ সালের ভয়াবহ বন্যায় যখন বিশ্বনাথের মানুষে মানুষ দুঃসময়ে নিঃস্ব ও আতঙ্কিত, ঠিক সেই সময় গোলাম রাববানী নিজস্ব তহবিল থেকে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ান। তাঁর প্রতিষ্ঠিত রাববানী ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে এলাকার দরিদ্র, অসহায় ও পিছিয়ে পড়া মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। শিক্ষার্থী সহায়তা, ক্রীড়া উন্নয়ন, চিকিৎসা সহায়তা, কৃষিক্ষেত্র ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে তিনি ব্যক্তিগত উদ্যোগে অবদান রেখে যাচ্ছেন।




প্রতিদিন ডেস্ক



