শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৬:১৯ অপরাহ্ন

যাদুকাটায় অবৈধভাবে বালু উত্তোলন: নৌকাসহ দুইজন গ্রেফতার

  • প্রকাশের সময় : ১৩/০৭/২০২৫ ১০:৩৪:৫৪
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের ছবি সংগৃহিত
Share
103

তাহিরপুর থানা পুলিশের বিশেষ অভিযানে যাদুকাটা নদী থেকে নৌকাসহ ২ জনকে আটক করেছে তাহিরপুর থানা পুলিশ। আটককৃত ২ জনের বিরুদ্ধে বালুমহাল ও মাটি ব্যাবস্থাপনা আইনে তাহিরপুর থানায় মামলা রুজু করা হয়েছে। 


রবিবার (১৩ জুলাই) ভোররাতে এ অভিযান পরিচালনা করা হয়।

আটককৃত ২ জন হলো উপজেলার কোনাটছড়া গ্রামের মৃত নুর ইসলামের পুত্র আব্দুল কাদের ও সোহালা গ্রামের আলা উদ্দিনের পুত্র মো: আলী হোসেন।

তাহিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. দেলোয়ার হোসেন বলেন, "নদী ও পরিবেশ রক্ষায় আমাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। যাদুকাটা নদীসহ কোনো স্থানে অবৈধভাবে বালু উত্তোলনের চেষ্টা করা হলে তা কঠোরভাবে দমন করা হবে। পরিবেশ ধ্বংসকারীদের কোনো ছাড় নেই।


সিলেট প্রতিদিন / Sl


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি