গ্রাম আদালত কার্যক্রম পরিচালনায় সর্বোচ্চ মামলা নিষ্পত্তি ক্যাটাগরিতে গোলাপগঞ্জ উপজেলার মধ্যে শ্রেষ্ঠ ইউনিয়ন নির্বাচিত হয়েছে ৬নং ঢাকাদক্ষিণ ইউনিয়ন পরিষদ।
রোববার (২১ ডিসেম্বর) উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ঢাকাদক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম আব্দুর রহিম এর হাতে সম্মাননা স্মারক তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার মিলটন চন্দ্র পাল।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. জুনায়েদ কবির, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ হিরন মিয়া, উপজেলা নির্বাচন কর্মকর্তা আরমান ভুইয়া, উপজেলা জামায়াতের নায়েবে আমির জিন্নুর আহমদ চৌধুরী, ঢাকাদক্ষিণ ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ ইয়াহিয়া ছিদ্দিক প্রমুখ।
জানা যায়, গ্রাম আদালত কার্যক্রম পরিচালনায় ২০২৪-২০২৫ অর্থ বছরে সর্বোচ্চ মামলা নিষ্পত্তি ক্যাটাগরিতে উপজেলার মধ্যে ঢাকাদক্ষিণ ইউনিয়ন পরিষদ শ্রেষ্ঠ নির্বাচিত হয়।
এদিকে সর্বোচ্চ মামলা গ্রহণ ক্যাটাগরিতে উপজেলার মধ্যে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ নির্বাচিত হয়েছে লক্ষণাবন্দ ইউনিয়ন। লক্ষনাবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ খলকুর রহমান এর হাতে সম্মাননা স্মারক তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার মিলটন চন্দ্র পাল।




প্রতিদিন প্রতিবেদক



