মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ০৫:০৩ অপরাহ্ন

শিক্ষানুরাগী আহছান মিয়ার ১৬তম মৃত্যু বার্ষিকী বুধবার

  • প্রকাশের সময় : ২৯/১০/২০২৪ ০৭:২৪:৪১
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
35

বাংলাদেশ ব্যাংক সিলেট অফিসের প্রাক্তন কর্মকর্তা ও ব্যাংক অফির্সাস ক্লাব সিলেটের সিনিয়র সদস্য শিক্ষানুরাগী মরহুম মোঃ আহছান মিয়ার ১৬তম মৃত্যুবার্ষিকী বুধবার ।


মরহুম আহছান মিয়া বাংলাদেশ ব্যাংক অফির্সাস এসোসিয়েশন, ব্যাংক অফির্সাস ক্লাব, লামাকাজী লালারগাঁও জামে মসজিদ, ,মাদ্রাসাসহ বিভিন্ন সামাজিক এবং ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে যুক্ত ছিলেন। তিনি ২০০৮ সালের ৩০ অক্টোবর উপশহরস্থ বাসায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন। মরহুমের ১৬তম মৃত্যুবার্ষিকীতে পরিবারে পক্ষে মিলাদ ও দোয়া মাহফিলসহ বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়েছে। 


তিনি আমেরিকা প্রবাসী সাংবাদিক সিদ্দিকুর রহমান সুমন এবং প্রাক্তন ক্রিকেটার মোস্তাফিজ রোমানের বাবা ।


উল্লেখ্য, মরহুমের পরিবারের পক্ষ হতে জনকল্যাণমূলক কাজে সহযোগিতার জন্য ২০০৯ সালে প্রতিষ্ঠিত হয় “মরহুম আহছান মিয়া ফাউন্ডেশন” । ফাউন্ডেশনের ভাইস-চেয়ারম্যান সিদ্দিকুর রহমান সুমন জানান, প্রতিষ্ঠার পর থেকে ফাউন্ডেশন সাধ্যমত দুস্থদের চিকিৎসার জন্য অর্থ, এতিম শিশুদের জন্য সহযোগিতা,  শীতে কম্বল বিতরণ, বন্যায় ত্রাণ কার্যক্রমসহ বিভিন্ন সামাজিক ও ধর্মীয় কাজে সহযোগিতা হাত প্রসারিত করে আসছে । আগামীতেও এর ধারবাহিকতা বজায় থাকবে বলে তিনি প্রত্যয় ব্যক্ত করেন  ।


সিলেট প্রতিদিন / ইকে


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি