বিয়ানীবাজার উপজেলার পূর্ব দেবারাই গ্রামে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের উদ্যোগ গ্রহন করা হয়েছে।
চিকিৎসা সেবা প্রদান করবে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতাল ফাউণ্ডেশন।
আগামী শনিবার (২২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় পূর্ব দেবারাই গ্রামের এবাদুল হকের বাড়িতে এ কার্যক্রম শুরু হয়ে শেষ হবে দুপুর ২টায়।
এ উদ্যোগে অভিজ্ঞ ডাক্তারদের দ্বারা জরায়ু মুখ ও স্তন ক্যান্সার স্ক্রিনিং ( ভায়া ও সিবিই), অর্শ পাইলস ও গেজ পরীক্ষা, রক্ত শূন্যতা ও ডায়াবেটিস পরীক্ষা এবং প্রাথমিক ঔষধ প্রদান।
একই গ্রামের যুক্তরাজ্য প্রবাসী মোহাম্মদ সাইফুল আলমের সৌজন্যে এই চিকিৎসা সেবা গ্রহনে ইচ্ছুকদের জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন সনদ নিয়ে যথাসময়ে উপস্থিত হওয়ার অনুরোধ জানিয়েছেন রাজনীতিবিদ ও সমাজসেবক এবাদুল হক।
এ কার্যক্রমে সার্বিক সহযোগীতায় রয়েছে পূর্ব দেবারাই ও দক্ষিন খাগাইলের মানবিক ফাউণ্ডেশন।
এ ব্যাপারে যেকোনো তথ্যের জন্য সেবা প্রার্থীদের ০১৭৫৯ ০২৮১২৫ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।