মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫, ১০:৩৪ অপরাহ্ন

স্ত্রীর মৃত্যুর একদিন পর মারা গেলেন চলচ্চিত্র পরিচালক সোহান

  • প্রকাশের সময় : ১৩/০৯/২০২৩ ০৭:২৬:৪৫
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
68

বাংলাদেশি চলচ্চিত্র পরিচালক সোহানুর রহমান সোহান মারা গেছেন। উত্তরার নিজ বাসায় তিনি ঘুমের মধ্য মারা যান।

গতকাল মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ব্রেইন স্ট্রোকে মৃত্যুবরণ করেন সোহানুর রহমান সোহানের স্ত্রী। আর আজ বুধবার (১৩ সেপ্টেম্বর)  তিনি উত্তরার নিজ বাসায় ঘুমের মধ্য মারা যান। পরে ক্রিসেন্ট হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বহু সফল চলচ্চিত্রের নির্মাতা সোহানুর রহমান সোহান। তাঁর পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘বিশ্বাস অবিশ্বাস’। এ নির্মাতার হাত ধরেই চলচ্চিত্রে আসেন সালমান শাহ, মৌসুমী, পপি ও ইরিন জামান। শাকিব খানের মুক্তি পাওয়া প্রথম সিনেমার পরিচালকও ছিলেন তিনি।


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি