মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রাণ কম্পানির পণ্যবাহী কাভার্ড ভ্যানের ধাক্কায় সুমন নামক এক যুবক নিহত ও অপর একজন আহত হয়েছেন।
নিহতের নাম সুমন রায় (৩০)। তিনি শ্রীমঙ্গল শহরের সন্ধ্যানী আবাসিক এলাকার রাধাচরন রায়ের ছেলে।
এ ঘটনায় একজন আহত হয়েছেন। তার নাম সৌরভ পাল (২০)।
শুক্রবার (২৪ মার্চ) দুপরে ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের হবিগঞ্জ রোডস্ত র্যাব ক্যাম্পের সামনে বাইসাইকেল আরোহী সুমনকে কাভার্ডভ্যানটি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘঠনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
কাভার্ডভ্যানটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে।




শ্রীমঙ্গল প্রতিনিধি



