শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ১২:০৫ অপরাহ্ন

শ্রীমঙ্গলে প্রাণের কাভার্ডভ্যানের ধাক্কায় যুবক নিহত

  • প্রকাশের সময় : ২৪/০৩/২০২৩ ০৮:৪৭:১৬
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
17

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রাণ কম্পানির পণ্যবাহী কাভার্ড ভ্যানের ধাক্কায় সুমন নামক এক যুবক নিহত ও অপর একজন আহত হয়েছেন।

নিহতের নাম সুমন রায় (৩০)। তিনি শ্রীমঙ্গল শহরের সন্ধ্যানী আবাসিক এলাকার রাধাচরন রায়ের ছেলে।

এ ঘটনায় একজন আহত হয়েছেন। তার নাম সৌরভ পাল (২০)।

শুক্রবার (২৪ মার্চ) দুপরে ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের হবিগঞ্জ রোডস্ত র‌্যাব ক্যাম্পের সামনে বাইসাইকেল আরোহী সুমনকে কাভার্ডভ্যানটি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘঠনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

কাভার্ডভ্যানটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে।



সিলেট প্রতিদিন / ইকে


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি