আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও উন্নয়নের রাজনীতি প্রতিষ্ঠায় ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয় কৃষকদলের সহ সাধারণ সম্পাদক ও সুনামগঞ্জ-১ (তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও মধ্যনগর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আনিসুল হক।
তিনি বলেন, আমরা একটি ন্যায়ভিত্তিক, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে চাই। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচিতে হাওরাঞ্চলের মানুষের জীবন জীবিকা, শিক্ষা, কৃষি, স্বাস্থ্য ও অবকাঠামো উন্নয়নের সুনির্দিষ্ট অঙ্গীকার রয়েছে। আমরা সেই ৩১দফা বাস্তবায়ন করে নতুন বাংলাদেশ গড়তে চাই।
সোমবার (১০ নভেম্বর) বিকেলে তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের লাউড়েরগড় বাজারে ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ড বিএনপি আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আনিসুল হক আরও বলেন, সুনামগঞ্জ-১ আসনটি হাওরবেষ্টিত এলাকা। এখানে উন্নয়ন হবে মানুষের অংশগ্রহণে, সম্প্রীতির ভিত্তিতে। তাই আগামী নির্বাচনে ধানের শীষের বিজয়ই হবে জনগণের বিজয়। সম্প্রীতি ও ভ্রাতৃত্বের রাজনীতি প্রতিষ্ঠা করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
পথসভায় বাদাঘাট ইউনিয়ন সদস্য সচিব নজরুল ইসলাম শিকদারের সভাপতিত্বে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।




তাহিরপুর প্রতিনিধি



