শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন

বানিয়াচংয়ে বিদ্যালয়ের তৃতীয় তলা থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

  • প্রকাশের সময় : ২৫/০৯/২০২৫ ১৩:৪৭:০৮
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের সংগৃহীত
Share
83

হবিগঞ্জের বানিয়াচং উপজেলার পুকড়া ইউনিয়নের প্রত্যন্ত কান্দিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে অন্তু দাস (৯) নামের এক শিক্ষার্থী। 


বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে বিদ্যালয়ের তৃতীয় তলার রেলিং থেকে পড়ে গুরুতর আহত হওয়ার কয়েক ঘণ্টা পর মৃত্যু হয় তার।


নিহত অন্তু দাস কান্দিপাড়া গ্রামের সমর চন্দ্র দাস ও রুমা রানী দাসের ছেলে। সে ওই বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।


বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কম্পা রানী চৌকদার জানান, টিফিনের সময় অন্যান্য শিক্ষার্থীর সঙ্গে অন্তু খেলাধুলা করছিল। এসময় অসাবধানতাবশত সে তৃতীয় তলার রেলিং থেকে নিচে পড়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে হবিগঞ্জ সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক দ্রুত সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। তবে সিলেট নেওয়ার পথে নবীগঞ্জের কাছে পৌঁছালে তার মৃত্যু হয়।


হঠাৎ এ মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


সিলেট প্রতিদিন / আরজে


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি