মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ১২:৫৬ অপরাহ্ন

কুখ্যাত মাদক কারবারি আব্দুল্লাহসহ আটক ২

  • প্রকাশের সময় : ১৪/০৬/২০২৫ ০৭:৩১:১৮
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের সিলেট প্রতিদিন
Share
24

মৌরভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে একাধিক মামলার আসামি ও সাজাপ্রাপ্ত পলাতক আসামি কুখ্যাত মাদক কারবারি আব্দুল্লাসহ দুইজন গ্রেপ্তার হয়েছে। উদ্ধার করা হয়েছে ১১২পিস ইয়াবা ট্যাবলেট।


শনিবার (১৪ জুন) রাতে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম এর নির্দেশে এসআই নিরস্ত্র সজীব চৌধুরীসহ পুলিশের একটি টিম অভিযান চালিয়ে আশিদ্রোন ইউনিয়নের রামনগর গাজিপুর গ্রাম থেকে একাধিক মামলার আসামি কুখ্যাত মাদক কারবারি মো. আব্দুল্লাহ (৩৫) কে গ্রেপ্তার করা হয়।


গ্রেপ্তারকৃত আব্দুল্লাহ গাজিপুর গ্রামের নুরুল হকের ছেলে। এছাড়াও একই গ্রামের সিরাজ মিয়ার ছেলে আমজাদ হোসেনকেও আটক করেছে পুলিশ। এসময় আব্দুলাহ ও আমজাদের হেফাজত থেকে ১১২পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন পুলিশ সদস্যরা।


শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত মাদক কারবারির আব্দুল্লাহ জিআর ৩৩৮/২৩ (শ্রীমঙ্গল) এক বছরের সশ্রম কারাদন্ড ও ২ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরর পর মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।


সিলেট প্রতিদিন / Sl


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি