জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের কমিশনার অধ্যাপক মাফরুহী সাত্তার পদত্যাগ করেছেন।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে তিনি এক সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দেন।
তিনি বলেন, লেভেল প্লেয়িং ফিল্ড বলতে আমরা যা বুঝি নির্বাচনে সেটি ছিল না। আমি যাতে পদত্যাগ না করি সেজন্য গতকাল থেকেই আমার ওপর চাপ ছিল, তবুও আমি পদত্যাগ করছি।
এদিকে, জাকসু নির্বাচনের হল সংসদের ভোট গণনা ইতোমধ্যেই শেষ হয়েছে। বর্তমানে কেন্দ্রীয় সংসদের ভোট গণনা চলছে।
প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. মনিরুজ্জামান জানিয়েছেন, কেন্দ্রীয় সংসদের ভোট গণনায় পোলিং অফিসারের সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। আশা করছি আজ রাতের মধ্যেই ফলাফল ঘোষণা করা হবে।
বিশ্ববিদ্যালয়ের উপচার্য কামরুল আহসান ও নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক রাশেদুল আলম ইতোমধ্যে জাকসু নির্বাচনের ভোট গণনা নিরবচ্ছিন্নভাবে চলবে বলে জানিয়েছেন এক প্রেস বিজ্ঞপ্তিতে।