শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৩:০৭ পূর্বাহ্ন

চোরাচালান নিয়ে ছাত্রদলের দুই নেতার কলরেকর্ড ভাইরাল

  • প্রকাশের সময় : ১৩/০৯/২০২৫ ০০:৪৬:৫৪
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের সংগৃহীত
Share
26

কানাইঘাট প্রতিনিধিঃ দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডের সাথে জড়িত থাকার অপরাধে সিলেটের কানাইঘাট পৌর ছাত্রদলের সদস্য সচিব সোহেল আহমদকে অব্যাহতি ও পৌর ছাত্রদল নেতা সিয়াম আহমেদ ফাহিমকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।


শুক্রবার (১২ সেপ্টেম্বর) সিলেট জেলা জাতীয়বাদী ছাত্রদলের সহ দপ্তর সম্পাদক জয়নাল আবেদীন রাহেল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে পৌর ছাত্রদলের সদস্য সচিব সোহেল আহমদকে অব্যাহতি ও পৌর ছাত্রদল নেতা সিয়াম আহমেদ ফাহিমকে বহিষ্কার করা হয়। সিলেট জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জুবের আহমেদ জুবের ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার এই সিদ্ধান্ত অনুমোদন করেন।


জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জুবের আহমেদ জুবের মুঠোফোনে জানিয়েছেন, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িত থাকার অপরাধে কানাইঘাট পৌর ছাত্রদলের সদস্য সচিব সোহেল আহমদকে অব্যাহিত ও পৌর ছাত্রদল নেতা সিয়াম আহমেদ ফাহিমকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। কারো বিরুদ্ধে ছাত্রদলের গঠনতন্ত্র ও দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িত হওয়ার অভিযোগ প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ভাবে সর্বোচ্চ ব্যবস্থা নেয়া হবে।


জানা যায়, গতকাল বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কানাইঘাট পৌর ছাত্রদলের সদস্য সচিব সোহেল আহমদ ও ছাত্রদল নেতা সিয়াম আহমেদ ফাহিমের মধ্যে ভারতীয় চোরাচালান নিয়ে কথোপকতনের ৫ মিনিটের একটি কল রেকর্ড ভাইরাল হয়। এতে করে কানাইঘাট উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের অনেক নেতাকর্মী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে ছাত্রদল নেতা সোহেল আহমদ ও সিয়াম আহমেদ ফাহিমের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়ার জন্য ছাত্রদলের জেলা নেতৃবৃন্দের প্রতি অনুরোধ জানান। কল রেডর্কের অডিও জেলা ছাত্রদলের নেতৃবৃন্দের নজরে গেলে এ দুই ছাত্রদল নেতার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়।


সিলেট প্রতিদিন / এএসআই


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি