শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৬:১৯ অপরাহ্ন

লন্ডনে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের গাড়ি লক্ষ্য করে ডিম নিক্ষেপ

  • প্রকাশের সময় : ১৩/০৯/২০২৫ ১০:২১:৫৩
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের সংগৃহীত
Share
17

লন্ডনের সোয়াস বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক সেমিনার শেষে বের হওয়ার সময় তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের গাড়ি লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেছেন আওয়ামী লীগের নেতা–কর্মীরা।


ঘটনাটি ঘটে শুক্রবার সন্ধ্যায় সোয়াস বিশ্ববিদ্যালয়ের (The School of Oriental and African Studies) ব্লুমসবারি ক্যাম্পাসের পেছনের রাস্তায়। সেমিনারটি আয়োজন করেছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও লন্ডনের বাংলাদেশ হাইকমিশন।


প্রত্যক্ষদর্শীরা জানান, বাংলাদেশ হাইকমিশনের একটি কালো রঙের বিএমডব্লিউ গাড়ি ক্যাম্পাস থেকে বের হওয়ার সময় আওয়ামী লীগের নেতা–কর্মীরা গাড়ির সামনে শুয়ে পড়ার চেষ্টা করেন এবং একপর্যায়ে ডিম নিক্ষেপ করেন।


তবে পুলিশ দ্রুত হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং গাড়িটি নিরাপদে সরিয়ে নেয়।


ঘটনার পর বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার আকবর হোসেন জানান, ওই গাড়িতে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম ছিলেন না। তিনি বলেন, “আওয়ামী লীগের কর্মীরা ধারণা করেছিলেন মাহফুজ আলম গাড়িতে আছেন, কিন্তু তিনি অন্য রাস্তায়, অন্য একটি গাড়িতে সোয়াস ছেড়েছেন।”


পরে হাইকমিশনে ‘জুলাই গণ–অভ্যুত্থানের এক বছর’ শীর্ষক আলোচনায় বক্তব্য রাখতে গিয়ে মাহফুজ আলম বলেন, “আজ আমি আওয়ামী লীগের আক্রমণের কাছাকাছি পর্যায়ে ছিলাম।”


সিলেট প্রতিদিন / এএসআই


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি