সিলেট মহানগরীর এয়ারপোর্ট থানাধীন লাক্কাতুরা এলাকায় দুর্বৃত্তদের হামলায় ছাত্রলীগের এক নেতা আহত হয়েছেন।আহত ছাত্রলীগ নেতা সিলেট এয়ারপোর্ট থানাধীন ফারুক আহমদের ছেলে রাহাত হোসেন (২৩)।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে লাক্কাতুরা এলাকায় এই ঘটনা ঘটে।
জানা যায়, মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে রাহাত আর তার বন্ধুরা মিলে লাক্কাতুরা এলাকায় আড্ডা দিচ্ছিলেন। এমন সময় হেমলেট পরা কয়েকজন অজ্ঞাত যুবক এসে রাহাতের ওপর ধারালো অস্ত্র নিয়ে অতর্কিতভাবে হামলা চালায়। হামলাকারীরা তার হাত ও পায়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। এসময় রাহাতের সাথে থাকা তার বন্ধুরা ও স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। বর্তমানে রাহাত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
রাহাতের বাবা অভিযোগ করে বলেন, ‘ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকার কারণেই পরিকল্পিতভাবে আমার ছেলের ওপর হামলা হয়েছে।’
সিলেট এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুল হক বলেন, ‘মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে লাক্কাতুরা এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতাকে দুর্বৃত্তরা কুপিয়ে আহত হওয়ার খবর পেয়েছি। পরবর্তীতে তাকে উদ্ধার করে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এই ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা বা অভিযোগ দায়ের করা হয়নি। আমরা ঘটনাটি তদন্ত করে দেখছি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’