সিলেটের বিশ্বনাথে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উদ্যাপন উপলক্ষে মোবারক র্যালী ও পৌরসভার নতুন হাবড়া বাজার দাখিল মাদ্রাসা উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ হওয়ায় শোকরান মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে মোবারক র্যালী শেষে মাদ্রাসা প্রঙ্গনে ওই শুকরান মাহফিল অনুষ্ঠিত হয়।
মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আব্দুল নুরের সভাপতিত্বে ও সহ-সুপার মোহাম্মদ রাসেদুল ইসলামের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বুরাইয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খান, মাদ্রাসার সিনিয়র শিক্ষক আতিকুর রহমান, শিক্ষক আমির উদ্দিন রিপন, মাদ্রাসা কমিটির সদস্য সৈয়দুর রহমান ফরহাদ, ছাত্র আসিফ হাসান ও ছাত্রী ফাজানা বেগম।