বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২৬ অপরাহ্ন

সাংবাদিক অজামিল চন্দ্র নাথের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা

  • প্রকাশের সময় : ১১/০৯/২০২৫ ০০:১৫:০০
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
34

গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি, গোলাপগঞ্জ  কিন্ডারগার্টেন এন্ড প্রি ক্যাডেট স্কুল এসোসিয়েশনের সাবেক সভাপতি ও ঢাকাদক্ষিণ হলিসিটি স্কুলের প্রতিষ্ঠাতা অজামিল চন্দ্র নাথ এর প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।


বুধবার রাত ৮টায় অজামিল চন্দ্র নাথ স্মৃতি পরিষদের উদ্যোগে গোলাপগঞ্জ বেলমন ইংলিশ ল্যাংগুয়েজ ইন্সটিটিউট এর হলরুমে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়।


এসময় গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এনামুল হক এনামের সভাপতিত্বে ও সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য সাকিব আল মামুনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহ সভাপতি রতন মনী চন্দ, দৈনিক একাত্তরের কথা'র স্টাফ রিপোর্টার জয় রায় হিমেল, সাংবাদিক দীনেশ দেবনাথ, রুবেল আহমদ, ফারহান মাসউদ আফছর, গোলাপগঞ্জ বেলমন ইংলিশ ল্যাংগুয়েজ ইন্সটিটিউটের পরিচালক ও শিক্ষক রুবেল আহমদ, রিমন উদ্দিন, শিক্ষক রাহাত আহমদ শুভ, শিক্ষক ও সাংবাদিক সাজু আহমদ, সাংবাদিক রিফাত আহমদ, আরিফ আহমদ, আলম আহমদ প্রমুখ।


এসময় বক্তারা অজামিল চন্দ্র নাথের জীবন ও কর্ম নিয়ে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন।


উল্লেখ্য, অজামিল চন্দ্র নাথ ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর দীর্ঘ প্রায় ৪০ দিন চিকিৎসাধীন অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন। চলতি বছরের ৮ সেপ্টেম্বর ছিল তাঁর প্রথম মৃত্যু বার্ষিকী।


৯০ এর দশকে অজামিল চন্দ্র নাথ দৈনিক যুগভেরী পত্রিকার স্টাফ রিপোর্টার হিসেবে সাংবাদিকতা শুরু করেন। পরে যুগান্তরের গোলাপগঞ্জ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন। প্রায় ৩০ বছরের সাংবাদিকতা জীবনে তিনি বিভিন্ন পত্রিকায় কাজ করেছেন। সর্বশেষ দৈনিক শ্যামল সিলেট ও চ্যানেল এস এর গোলাপগঞ্জ প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।


এছাড়াও তিনি সাপ্তাহিক সিলেটের তথ্য পত্রিকার সম্পাদকের দায়িত্বে ছিলেন।


সাংবাদিকতার পাশাপাশি তিনি শিক্ষকতা পেশার সাথেও জড়িত ছিলেন। ঢাকাদক্ষিণ হলিসিটি স্কুলের প্রতিষ্ঠাতা ও আমৃত্যু গোলাপগঞ্জ কিন্ডারগার্টেন এন্ড প্রি ক্যাডেট স্কুল এসোসিয়েশনের সভাপতির দায়িত্ব পালন করেন।


সিলেট প্রতিদিন / এসএএম


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি