বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৩:১৬ অপরাহ্ন

গ্রামবাসীর পালিত হাঁস-মুরগী ধরে খাওয়া গন্ধগোকুল উদ্ধার

  • প্রকাশের সময় : ২৭/০৮/২০২৫ ১২:০৫:৪৪
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের সংগৃহীত
Share
38

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে লোকালয় থেকে একটি গন্ধগোকুল উদ্ধার করেছে শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।


মঙ্গলবার (২৬ আগস্ট) শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়ন থেকে গন্ধগোকুলটি উদ্ধার করেন বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক ও পরিবেশ কর্মী রাজদীপ দেব দীপ।


সজল দেব জানান, গন্ধগোকুলটিকে স্থানীয়রা আটকে রেখে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের খবর দেন। খবর পেয়ে দ্রæত গিয়ে প্রাণীটিকে উদ্ধার করে নিয়ে আসি।


স্থানীয় বাসিন্দারা জানান, গত কয়েক মাস ধরে তাদের পালিত হাঁস-মুরগ খোয়া যাচ্ছিল। এ পর্যন্ত তাদের ৩০/৩৫টি হাঁস-মুরগ খোয়া গেছে। পরে যখন তারা বুঝতে পরেন তাদের পালিত হাঁস মুরগী গুলো গন্ধগোকুল ধরে খেয়ে ফেলছে। তখন তারা এই গন্ধগোকুলটি ধরে রেখে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের খবর দেন।


পরে গন্ধগোকুলটি স্থানীয় বনবিভাগের রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ে হস্তান্তর করলে প্রাণীটিকে লাউয়াছড়ার জানকীছড়া এলাকায় অবমুক্ত করা হয়।


সিলেট প্রতিদিন / আরজে


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি