শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৮ অপরাহ্ন

সিলেটেবাসীর দাবির মুখে সিদ্ধান্ত পরিবর্তন, কিন ব্রিজে চলবে মোটরসাইকেল

  • প্রকাশের সময় : ১২/০৯/২০২৫ ১৬:২১:৫৪
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের সংগৃহীত
Share
12

সিলেটের ঐতিহ্যবাহী কিন ব্রিজ দিয়ে মোটরসাইকেল চলাচল বন্ধের ঘোষণা স্থগিত করেছে জেলা প্রশাসন। দক্ষিণ সুরমাবাসীসহ সিলেটের সাধারণ মানুষের দাবির মুখে জেলা প্রশাসক মো. সারওয়ার আলম জানিয়েছেন, আপাতত কিন ব্রিজে মোটরসাইকেল চলাচল বন্ধ করা হবে না। পদচারী এ ব্রিজ দিয়ে মানুষ পায়ে হাঁটার পাশাপাশি মোটরসাইকেলও চলবে।


বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাজনৈতিক নেতৃবৃন্দ ও পরিবহণ সংগঠনের সঙ্গে আলোচনা শেষে এ সিদ্ধান্ত জানান তিনি। তবে ব্রিজের ঐতিহ্য রক্ষা ও শৃঙ্খলা ফেরাতে শিগগিরই ভাসমান হকার উচ্ছেদের পদক্ষেপ নেওয়া হবে বলে আশ্বাস দেন জেলা প্রশাসক।

এর আগে, গত মঙ্গলবার গণমাধ্যমের সঙ্গে মতবিনিময়কালে জেলা প্রশাসক কীন ব্রিজে মোটরসাইকেল চলাচল বন্ধ ও হকার উচ্ছেদের ঘোষণা দেন। খবরটি প্রকাশের পর দক্ষিণ সুরমার ২৫, ২৬ ও ২৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা প্রতিবাদ জানিয়ে স্মারকলিপি দেন। তাদের দাবি ছিল— কীন ব্রিজ সুরমার দুই তীরের জনগণের একমাত্র সহজ যাতায়াত পথ। মোটরসাইকেল চলাচল বন্ধ হলে শিক্ষার্থী, চাকরিজীবী ও সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়বেন।

স্মারকলিপি গ্রহণের পর রাজনৈতিক দল বিএনপি, জামায়াতসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এবং সিলেট জেলা ট্রাক মালিক-শ্রমিক সংগঠনগুলোও মোটরসাইকেল চলাচল বন্ধের বিরোধিতা করেন। সবার অভিন্ন অবস্থান বিবেচনায় জেলা প্রশাসক শেষ পর্যন্ত সিদ্ধান্ত স্থগিতের ঘোষণা দেন।

প্রসঙ্গত, ১৯৩৩ সালে নির্মিত ১ হাজার ১৫০ ফুট দৈর্ঘ্যের ও ১৮ ফুট প্রস্থের লাল লোহার ধনুকাকৃতি কীন ব্রিজ শুধু যোগাযোগের মাধ্যম নয়, সিলেটের ঐতিহ্যের প্রতীকও বটে। ব্রিজটিকে সংরক্ষণের উদ্যোগে ২০১৯ সালে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হলেও স্থানীয়দের চাপে তা স্থায়ী হয়নি।


সিলেট প্রতিদিন / এএসআই


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি