মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একাধিক মামলার আসামি কুখ্যাত চোর ইউসুফ ওরফে আসিফ-কে গ্রেপ্তার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ। গ্রেপ্তারকৃত আসিফের বিরুদ্ধে চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধে ১২টি মামলা রয়েছে বলে পুলিশ জানায়।
বৃহস্পতিবার (১২ জুন) রাত ১০টায় শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মোবারক হোসেন খান এর নেতৃত্বে ও এসআই সজীব চৌধুরী-সহ পুলিশের একটি টিম র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্প এবং স্থানীয়দের সহায়তায় শহরতলীর দ্বারিকাপাল কলেজ এর সামনে থেকে কুখ্যাত চোর মো. ইউসুফ ওরয়ে আসিফ (৩৩)-কে গ্রেপ্তার করা হয়। চোর আসিফ মৌলভীবাজার জেলার মোস্তফাপুর ইউনিয়নের আব্দুল্লাহ ওরফে সৈয়দ মিয়ার ছেলে।
শ্রীমঙ্গল থানা সুত্রে জানা যায়, গত ৭ মে রাত ১১টার দিকে শ্রীমঙ্গল শহরের পৌর এলাকার বঙ্গবীর রোডের কবির আহমদ নামের এক ব্যক্তির ৪র্থতলার ভাড়াটিয়া মো. ইয়াসীন আরাফাত শাওন এর বাসায় স্বর্ণালংকার ও নগদ টাকা চুরি হয়। এ ঘটনায় ইয়াসিন আরাফাত শাওন শ্রীমঙ্গল থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরর পর চোরাই মাল উদ্ধারে মাঠে নামে পুলিশ। সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে কুখ্যাত চোর ইউসুফকে শনাক্ত করেন পুলিশ সদস্যরা।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামি পেশাদার এবং কুখ্যাত চোর। তার বিরুদ্ধে চুরি, ছিনতাই এবং বিভিন্ন অপরাধে এক ডর্জন মামলা বিচারাধীন রয়েছে। শুক্রবার সকালে আসামিকে মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।