পুলিশের নতুন পোষাক নিয়ে আলোচনা-সমালোচনার মধ্যে এই পোষাকে সিলেটেও মাঠে দেখা গেলো পুলিশকে। ছাই রংয়ের এই পোষাক পড়ে বৃহস্পতিবার সিলেটের মহানগর পুলিশের সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা যায়।
তবে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, এখনও সিলেটের সব পুলিশ সদস্যদের নতুন পোষাক আসেনি। প্রাথমিক অবস্থায় কেবল পুলিশের ট্রফিক বিভাগে নতুন পোষাক এসেছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল থেকেই সিলেট নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশের ট্রাফিক সদস্যরা নতুন পোষাকে দায়িত্ব পালন করতে দেখা গেছে।
পুলিশের নতুন পোষাক নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কারো কারো নতুন পোষাক পছন্দ হয়নি। আবার কেউ কেউ বলছেন পোষাক বদলের চেয়ে পুলিশের মানসিকতায় পরিবর্তন করা প্রয়োজন।
সিলেট মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের উপ-কমিশনার সুদীপ্ত রায় বলেন, ‘প্রাথমিক পর্যায়ে শুধু ট্রাফিক বিভাগে নতুন পোশাক প্রদান করা হয়েছে। ধাপে ধাপে মেট্রোপলিটন পুলিশের অন্যান্য ইউনিটেও এই পোশাক চালু করা হবে।’
তিনি আরও বলেন, ‘ঢাকায় ১৫ নভেম্বর আনুষ্ঠানিকভাবে নতুন পোশাক ব্যবহারের পর ধাপে ধাপে দেশের অন্যান্য মহানগরে এটি চালু করা হচ্ছে। বৃহস্পতিবার সিলেট মহানগরীর ট্রাফিক পয়েন্টগুলোতে নতুন পোশাকে প্রথমদিনের দায়িত্ব পালন করেন ট্রাফিক পুলিশ সদস্যরা।’
গত ১৫ নভেম্বর ঢাকায় পুলিশের সদস্যরা নতুন পোশাকে দায়িত্ব পালন শুরু করেন।
পুলিশ সূত্র জানায়, সব সদস্যের জন্য নতুন ইউনিফর্ম তৈরি না হওয়ায় পর্যায়ক্রমে তা সরবরাহ করা হচ্ছে। শুরুতেই ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি), দেশের অন্যান্য মহানগর ইউনিট ও বিশেষায়িত বাহিনী এটি পেয়েছে। তবে জেলা পুলিশের সদস্যরা এখনও আগের পোশাকেই দায়িত্ব পালন করছেন। ধাপে ধাপে সারাদেশে নতুন পোশাক পৌঁছে দেওয়ার কাজ চলছে। নতুন পোশাকে এসেছে গুরুত্বপূর্ণ পরিবর্তন। পুলিশের ইউনিফর্ম এখন লৌহ (আয়রন) রঙের; র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) পাবে জলপাই (অলিভ) রঙের পোশাক; আনসারের পোশাক হবে সোনালি গমের (গোল্ডেন হুইট) রঙের। তবে এপিবিএন ও এসপিবিএন পুরোনো পোশাকেই থাকবে। একইসঙ্গে বদলে গেছে পুলিশের লোগোও। পুরোনো পালতোলা নৌকার পরিবর্তে যুক্ত হয়েছে জাতীয় ফুল শাপলা, ধান ও গমের শীষ-যার নিচে পাটপাতার টবে লেখা ‘পুলিশ’। নতুন লোগো এখন পতাকা, সাইনবোর্ড ও ইউনিফর্মসহ অন্যান্য সরকারি প্রয়োজনে ব্যবহার শুরু হয়েছে।




প্রতিদিন প্রতিবেদক



