শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন

বিশ্বনাথে প্রবাসী স্বপন শিকদারের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ

  • প্রকাশের সময় : ২৪/১১/২০২৫ ২১:৪২:৫৪
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের ছবি: সিলেট প্রতিদিন।
Share
31

সিলেটের বিশ্বনাথ পৌরসভার অর্ন্তগত আটপাড়া গ্রামের বাসিন্দা এবং বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে ট্রাস্টি ও পদ্মা মানি ট্রান্সফার এন্ড ট্রাভেলস'র স্বত্তাধিকারী স্বপন শিকদারের পক্ষ থেকে তিন গ্রামের অসহায় হতদরিদ্রদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

সোমবার (২৪ নভেম্বর) সত্তিশস্থ হাজী তোরাব উল্লাহ ইবতেদায়ী মাদ্রাসা প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে পৌরসভার ৬নং ওয়ার্ডের সত্তিশ, হাবড়া বাজার ও আটপাড়া গ্রামের শতাধিক অসহায় নারী-পুরুষের মধ্যে শীতবস্ত্র হিসেবে উন্নতমানের চাদর বিতরণ করা হয়। এতে ব্যয় হয়েছে প্রায় ৬০ হাজার টাকা।

সভায় বক্তারা বলেন, তরুণ সমাজসেবক স্বপন শিকদার দীর্ঘদিন ধরে এলাকার আর্থ-সামাজিক উন্নয়নে এবং অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। করোনা, বন্যাসহ যেকোন দূর্যোগে তিনি অসহায় মানুষের মুখে হাঁসি ফুটানোর চেষ্টা করে থাকেন। এরই ধারাবাহিকতায় তিনি ২০২৪ সালে এলাকার ২০০ শানুষের মধ্যে উন্নতমানের কম্বল বিতরণ করেছেন। আর এবার তিন গ্রামের শতাধিক অসহায় নারী-পুরুষের মধ্যে আলাদা আলাদা উন্নতমানের চাদর বিতরণ করেছেন। তার এই দানের ধারা যেন অব্যাহত থাকে এই প্রত্যাশাও ব্যক্ত করেন তারা।

মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী হাফিজ মো.নুরুল ইসলামের সভাপতিত্বে ও প্রাক্তণ শিক্ষক এবং বিশিষ্ট ব্যাংকার সাইদুর রহামানের পরিচালনায় শীতবস্ত্র বিতরনী সভায় আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন, যুক্তরাজ্য  প্রবাসী হাজী আব্দুন নুর, বিশিষ্ট ব্যবসায়ী মিজানুর রহমান মিজান, ডা. বিভাংশু গুণ বিভু, ইউপি সদস্য নজরুল ইসলাম আজাদ, মাদ্রাসা শিক্ষক ক্বারী শফিকুর রহমান, সাবুল আহমদ, ক্বারী মাহবুবুর রহমান আঙ্গুর ও কুয়েত প্রবাসী আব্দুল বাছিত।

সভা শেষে প্রবাসী স্বপন শিকদারের পিতা মরহুম হাজী ফিরোজ শিকদারের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মুনাজাত করা হয়। এসময় হাবড়া বাজার এলাকার আরও গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।


সিলেট প্রতিদিন / আরজে


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি