শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন

বিশ্বনাথে সাংবাদিকদের সঙ্গে কানাডা প্রবাসী আজিজের মতবিনিময়

  • প্রকাশের সময় : ২৩/১১/২০২৫ ১৭:১৩:৫৬
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের ছবি: সিলেট প্রতিদিন।
Share
24

জুলাই বিপ্লব-২০২৪ নিয়ে সিলেটের বিশ্বনাথে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন ইউনাইটেড জালালাবাদ ফাউন্ডেশন জিটিএ ইনকের সাধারণ সম্পাদক ও টরন্টো বাংলা পাড়া ক্লাব কানাডার প্রতিষ্ঠাতা এম আর আজিজ।

রোববার (২৩ নভেম্বর) দুপুরে পৌর শহরের নতুন বাজার এলাকাস্থ তার বাসভবনে ওই মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় কানাডা প্রবাসী এম আর আজিজ বলেন, জুলাই বিপ্লব-২০২৪ এর সফলতা কোন দল বা ব্যক্তির একক অর্জন নয়। এটি সমগ্র বাঙালী জাতির অর্জন। এতে বিশ্বের বিভিন্ন দেশে বসবাসকারী প্রবাসীদেরও বিশাল ভূমিকা ছিল। ওই আন্দোলনে আমরা প্রবাসীরাও রাজপথের আন্দোলনে সক্রিয় ছিলাম। তাই জুলাই বিপ্লব এ প্রবাসীরাও একটি পার্ট।


তিনি আরও বলেন, সিলেট বিভাগের মানুষের সমন্বয়ে কানাডায় প্রতিষ্ঠিত ইউনাইটেড জালালাবাদ ফাউন্ডেশন জিটিএ ইন্ক প্রতিষ্ঠার পর থেকেই দেশের গরীব-অসহায় ও অবহেলিত-বঞ্চিত মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। করোনা-বন্যাসহ সকল প্রাকৃতিক সূর্যোগে সংগঠনটি মানুষের পাশে থেকে সহযোগীতার হাত প্রসারিত করেছে। সকলের সার্বিক সহযোগীতায় আমরা এর কার্যক্রম আরোও গতিশীল করতে চাই। তাছাড়া টরন্টো বাংলা পাড়া ক্লাবের মাধ্যমে আমরা ক্রীড়াঙ্গনে ব্যাপক ভূমিকা রেখে যাচ্ছি। এছাড়া বাঙালি কেউ নতুন অবস্থায় কানাডায় গেলে আমরা প্রথমেই তাকে ওই সংগঠগুলোর মাধ্যমে সার্বিক সহযোগীতা প্রদান করে আসছি।

সভায় আজিজ বলেন, আমরা আশা করছি ফেব্রুয়ারী যে নির্বাচন অনুষ্ঠিত হবে, তা মনে রাখার মতো একটি নির্বাচন হবে। সুষ্ঠ-সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত সেই নির্বাচনে মানুষ বিপুল উৎসাহ-উদ্দিপনা নিয়েই নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেবেন। আর সত্যিই যদি জাতীয় নির্বাচন স্বচ্ছভাবে অনুষ্ঠিত হয়, তাহলে এরপর অনুষ্ঠিত স্থানীয় নির্বাচনে আমি প্রতিদ্বন্দ্বিতা করতে চাই। বিশ্বনাথ পৌরসভার মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছে আছে আমার।


মতবিনিময় সভায় বক্তব্য রাখেন রাজনীতিবিদ ও সমাজসেবক আসাদুজ্জামান নূর আসাদ, ব্যবসায়ী ও সমাজসেবক রফিজ আলী।


এসময় অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


সিলেট প্রতিদিন / আরজে


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি