শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন

সিলেট বিএনপি নেতা খু ন

  • প্রকাশের সময় : ২০/১১/২০২৫ ১৯:৫২:৪১
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের সংগৃহীত
Share
37

সিলেটের শাহপরান থানাধীন পীরেরবাজার এলাকার মোকামেরগুলে তর্কাতর্কির জেরে ইটের আঘাতে এক বিএনপি নেতা নিহত হয়েছেন।

নিহত আব্দুর রহমান (৬৫) খাদিমপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ওই এলাকার শাহ সুন্দর মাজারের খাদেম।

বুধবার সন্ধ্যায় তর্কাতর্কির জেরে ইটের আঘাতে তিনি আহত হন। পরে ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার সকালে তিনি মারা যান।

আব্দুর রহমানকে আঘাতের দায়ে অভিযুক্ত সুমন আহমদও আহত হয়েছেন। তিনিও ওসমানী হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সেখান থেকে কোন এক সময় পালিয়ে যান বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয়দের বরাত দিয়ে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম সিলেটটুডেকে জানান, বুধবার বিকেলে সড়কের পাশে প্রশ্রাব করছিলেন সুমন। এতে আব্দুর রহমান বাধা দেন। এ নিয়ে তর্কাতর্কির পর আব্দুর রহমানের ছেলে সুমকে মারধর করে। একপর্যায়ে সুমন ইট দিয়ে আব্দুর রহমানের মাথায় আঘাত করেন।

সাইফুল ইসলাম বলেন, আব্দুর রহমান ও সুমন দুজনই আহত হয়ে বুধবার রাতে ওসমানী হাসপাতালে ভর্তি হন। এদের মধ্যে আব্দুর রহমান বৃহস্পতিবার সকালে মারা যান। আর সুমন হাসপাতাল থেকে কোন এক সময় পালিয়ে যান।

তিনি আরও বলেন, নিহতের ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোন মামলা হয়নি।

পুলিশের উর্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানান তিনি।


সিলেট প্রতিদিন / এএসএম


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি