শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন

সিলেটে শিশু অপহরণকারী আটক

  • প্রকাশের সময় : ১৯/১১/২০২৫ ১২:২৭:৩৮
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের সংগৃহীত
Share
42

সিলেট মহানগরীর কোতোয়ালী মডেল থানাধীন নবাবরোড এলাকায় প্রাইভেটকার থেকে এক মাদরাসাছাত্রকে অপহরণের চেষ্টার ঘটনায় মধ্যরাতে একজনকে আটক করেছে লামাবাজার ফাঁড়ি পুলিশ।

বুধবার (১৯ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে লালাদিঘীর পাড় এলাকা থেকে হিসাম আহমদ (২০) নামে ওই যুবককে আটক করা হয়। তিনি সিলেট মহানগরীর লালাদিঘীর এলাকার আলিম মিয়ার ছেলে।

পুলিশ জানায়, মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে নবাবরোড এলাকায় শিশু অপহরণের চেষ্টার ঘটনাটি ঘটে। ঘটনার পর সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে সন্দেহভাজনদের শনাক্ত করা হয়। এর ভিত্তিতে লামাবাজার ফাঁড়ির ইনচার্জ মো. আলী খানের নেতৃত্বে একটি দল অভিযান পরিচালনা করে লালাদিঘীর পাড়ের মাহমুদ ভিলা–এর ৯ নম্বর বাসা থেকে হিসামকে আটক করে।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, ‘অপহরণের ঘটনায় সন্দেহজনক একজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।’


সিলেট প্রতিদিন / এএসআই


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি