বাংলাদেশ দলিল সমিতির শ্রীমঙ্গল উপজেলা শাখার দলিল লেখক নিতাই দেবনাথের মৃত্যুতে গভীর শোক ও পরিবারকে নগদ অর্থ প্রদান করা হয়েছে।
২৫ সেপ্টেম্বর (বৃহ:বার) সকাল ১০ঘটিকায় বাংলাদেশ দলিল সমিতির শ্রীমঙ্গল উপজেলা শাখার দলিল লেখক সমিতির সভাপতি ছায়েদ আলী এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফজলুর রহমার এর সঞ্চালনায় সমিতির কার্যালয়ে এক জরুরী সভা অনুষ্টিত হয়। সভায় দলিল লেখক নিতাই দেবনাথের মৃত্যুতে এক মিনিট দাড়িয়ে নিরবতা পালন করেন দলিল লেখক সমিতির সকল নের্তৃবৃন্দ। পরে মৃত ব্যক্তির নিজবাস ভবনে গিয়ে মৃত ব্যক্তির পরিবারকে শ্রীমঙ্গল উপজেলা শাখার দলিল লেখক সমিতির পক্ষ থেকে নগদ অর্থ প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ দলিল লেখক সমিতির শ্রীমঙ্গল উপজেলা শাখার দলিল লেখক সমিতির সভাপতি ছায়েদ আলী, সাধারণ সম্পাদক ফজলুর রহমান, অর্থ-সম্পাদক দিব্যেন্দু দেব, প্রচার-সম্পাদক সৈয়দ বদরুল হক, সদস্য ফারুক আহমেদ চৌধুরী, সদস্য মো: হাছিবুল হোসেন, সদস্য আব্দুস সালাম প্রমূখ।