শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪২ অপরাহ্ন

নবীগঞ্জে সং ঘ র্ষ : আহত একজনের মৃ ত্যু

  • প্রকাশের সময় : ১৩/০৭/২০২৫ ১১:৩৬:০৪
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের ছবি সংগৃহিত
Share
23

হবিগঞ্জ জেলা নবীগঞ্জে দুই সংবাদকর্মীর ঝগড়াকে কেন্দ্র করে সম্প্রতি সংঘটিত সংঘর্ষে আহত  রিমন মিয়া (৪০) একজনের মৃত্যু হয়েছে। শনিবার (১২ জুলাই) সন্ধ্যায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে মারা যান তিনি।


রিমন নবীগঞ্জ পৌরসভার আনমনু গ্রামের আওয়াল মিয়ার ছেলে।


গত ৭ জুলাই সংঘর্ষে আহত হন তিনি। পরে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। 


মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান।


সংঘর্ষের ঘটনায় এর আগে নিহত হন দুজন।


গত ৫ জুলাই রাত থেকে নবীগঞ্জের আনমনু ও তিমিরপুর গ্রামের মধ্যে শুরু হওয়া সংঘর্ষ সোমবার (৮ জুলাই) তীব্র আকার ধারণ করে। দুই পক্ষের মধ্যে ছড়িয়ে পড়ে সহিংসতা, যাতে শতাধিক নারী-পুরুষ আহত হন। শহরের দোকানপাট, হোটেল, ব্যবসা প্রতিষ্ঠান, হাসপাতাল, যানবাহন ভাঙচুর, লুটপাট এবং অগ্নিসংযোগের ঘটনাও ঘটে।


সহিংসতা ছড়িয়ে পড়ে শহরের আনমনু, নোয়াপাড়া, রাজাবাজার, তিমিরপুর ও চরগাঁওসহ আশপাশের এলাকাজুড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসন যৌথ বাহিনী (পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি) মোতায়েন করে এবং পুরো শহরে ১৪৪ ধারা জারি করা হয়।


পরে প্রত্যাহার করা হয় ১৪৪ ধারা। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।


সিলেট প্রতিদিন / Sl


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি