রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০১ পূর্বাহ্ন

বিয়ানীবাজারে নিখোঁজের তিন মাস পর তরুণী উদ্ধার

  • প্রকাশের সময় : ০৯/০৭/২০২৫ ০৩:২৩:৪৪
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
78

বিয়ানীবাজার থেকে নিখোঁজ হওয়ার সাড়ে তিন মাস পর হাবিবা জান্নাত তামান্না (২১) নামের এক তরুণীকে উদ্ধার করেছে পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় মঙ্গলবার (৮ জুলাই) রাত ৮টার দিকে পৌরশহরের দাসগ্রাম এলাকার একটি ভবন থেকে তাকে উদ্ধার করা হয়।


পুলিশ জানায়, হাবিবা জান্নাত তামান্না বিয়ানীবাজার উপজেলার কুড়ারবাজার ইউনিয়নের উত্তর আকাখাজানা গ্রামের বাসিন্দা মৃত নিজাম উদ্দিনের চতুর্থ মেয়ে। গত ২২ ফেব্রুয়ারি তিনি একই এলাকার কুয়েত প্রবাসী আব্দুল বাছিতের মেয়ে তাছলিমা জান্নাতের বাড়িতে যান। কিছুদিন সেখানে অবস্থান করার পর ১৪ মার্চ থেকে তিনি নিখোঁজ ছিলেন।


স্থানীয়রা জানান, হাবিবার নিখোঁজ হওয়ার পর থেকে তাছলিমার পরিবারের সঙ্গে যোগাযোগ করেও তার কোনো খোঁজ পাওয়া যায়নি। পরিবারের পক্ষ থেকেও একাধিকবার অনুসন্ধান চালানো হলেও ব্যর্থ হন স্বজনেরা। পরে ২৬ জুন হাবিবার বড় বোন রাহেলা আক্তার বিয়ানীবাজার থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন।


এরপর পুলিশ প্রযুক্তির সহায়তায় হাবিবার অবস্থান শনাক্ত করে উদ্ধার অভিযানে নামে। এসআই আল-আমিনের নেতৃত্বে পুলিশের একটি দল তাকে উদ্ধার করে।


উদ্ধারের পর হাবিবা বলেন, ‘আমি পারিবারিক নির্যাতনের শিকার হয়ে স্বেচ্ছায় বাড়ি ছেড়েছি। আমি নিজের মতো থাকতে চাই, পরিবারের কাছে ফিরতে চাই না।’


তাছলিমা জান্নাত, যিনি হাবিবার ঘনিষ্ঠ বান্ধবী তিনি জানান, ‘হাবিবা পারিবারিক নির্যাতনের কারণে আমাদের কাছে এসেছে। সে এখন আমাদের সাথেই থাকবে, ফিরে যেতে চায় না।’


হাবিবার বড় বোন রাহেলা আক্তার বলেন, ‘আমাদের কোনো অভিযোগ নেই। ও বেঁচে আছে, ভালো আছে এটাই শান্তির। যেহেতু সে প্রাপ্তবয়স্ক এবং আমাদের সঙ্গে যেতে চাইছে না, তাই সে যেখানে থাকতে চায় থাকুক, ভালো থাকুক।’


এ বিষয়ে বিয়ানীবাজার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ছবেদ আলী বলেন, ‘অভিযোগ পাওয়ার পর থেকেই আমরা তাকে খুঁজছিলাম। পারিবারিক কলহের জেরে সে নিজ ইচ্ছায় বাড়ি ছেড়েছে।’ 


তিনি জানান, ‘তরুণী প্রাপ্তবয়স্ক হওয়ায় তার সম্মতি অনুযায়ী তাকে বান্ধবী তাছলিমা জান্নাত ও তার মা মোছা. ছাদিয়া বেগমের জিম্মায় দেওয়া হয়েছে।’


সিলেট প্রতিদিন / এএ


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি