সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৫:০২ অপরাহ্ন

এক যুগে পদার্পণ উপলক্ষে সিলেট অনলাইন প্রেসক্লাবের শুভেচ্ছা

  • প্রকাশের সময় : ০৭/০৭/২০২৫ ০৫:১০:১৬
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
37

৮ জুলাই একযুগে পদার্পন করছে সিলেট অনলাইন প্রেসক্লাব। ২০১৪ সালের ৮ জুলাই সিলেটের অনলাইন গণমাধ্যমের সাংবাদিকদের পোশাগত মানোন্নয়নের লক্ষ্যে সিলেট অনলাইন প্রেসক্লাব গঠিত হয়। অনলাইন সাংবাদিকতার স্মারক প্রতিষ্ঠান সিলেট অনলাইন প্রেসক্লাবের একযুগে পদার্পণ উপলক্ষে ক্লাবেরর সকল সদস্য, সহকর্মী ও শুভানুধ্যায়ী সহ দেশ ও প্রবাসে অবস্হানরত সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ক্লাব নেতৃবৃন্দ।


সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি গোলজার আহমদ হেলাল ও সাধারণ সম্পাদক এম সাইফুর রহমান তালুকদার সোমবার এক শুভেচ্ছা বার্তায় ছাত্র জনতার গণঅভ্যুত্থানের এক বছর পূর্তির এই সময়ে বৈষম্যবিরোধী আন্দোলনে সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে বলেন, জুলাই এক ঐতিহাসিক মাস। নতুন প্রজন্মের নিকট গৌরবের ও অনুপ্রেরণার।


তারা বলেন, এই মাসের ৮ জুলাই সিলেট অনলাইন প্রেসক্লাব প্রতিষ্ঠিত হয়েছিল।চতুর্থ শিল্প বিপ্লবের এ যুগে অনলাইন গণমাধ্যম সবচেয়ে শক্তিশালী, প্রভাবশালী ও সর্বাধুনিক।


প্রেসক্লাবের একযুগে পদার্পণ উপলক্ষে বর্ণাঢ্য নানা কর্মসূচীর অংশ হিসেবে মঙ্গলবার দুপুর ১২টায় প্রেসক্লাবের ড. রাগীব আলী মিলনায়তনে আনন্দ উৎসব অনুষ্ঠিত হবে। এতে সকলকে উপস্থিত থাকার জন্য নেতৃবৃন্দ অনুরোধ জানিয়েছেন।


সিলেট প্রতিদিন / এএ


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি