বিপ্লবের কবিতা পাঠ, নগরে বর্ণাঢ্য র্যালী, শহিদ পরিবারকে সম্মাননা প্রদান এবং শিশুকিশোরদের মধ্যে পুরস্কার বিতরণের মাধ্যমে শেষ হয়েছে উপমহাদেশের ঐতিহ্যবাহী সাহিত্য প্রতিষ্ঠান কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ আয়োজিত জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপুর্তি উপলক্ষে দুই পর্বের অনুষ্ঠানমালা।
শুক্রবার (১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় শহিদ সোলেমান হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সভাপতি ভাষাসৈনিক অধ্যক্ষ মাসউদ খান বলেন, জুলাই গণঅভ্যুত্থানে সকল শ্রেণি-পেশার মানুষের অভূতপূর্ব অংশগ্রহণ ছিল। সাধারণ মানুষ নিজের জীবনকে তুচ্ছজ্ঞান করে ফ্যাসিজমের বিরুদ্ধে রাস্তায় নেমে এসেছিল। তিনি বলেন, গণঅভ্যুত্থানের চেতনাকে হৃদয়ে লালন করে একটি সুখি সমৃদ্ধ বাংলাদেশ গঠনে আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে।
কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সহসভাপতি কলামিস্ট আফতাব চৌধুরীর সভাপতিত্বে ও সাহিত্য সংসদের সহসাধারণ সম্পাদক এবং জুলাই গণঅভ্যুত্থান উদযাপন উপকমিটির সদস্যসচিব এডভোকেট আব্দুল মুকিত অপির পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক গল্পকার সেলিম আউয়াল। তিনি অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানিয়ে জুলাই গণঅভ্যুত্থান উদযাপন কমিটির আহ্বায়ক সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীর সার্বিক সহযোগিতার কথা উল্লেখ করে তার স্ত্রীর জরুরী চিকিৎসার প্রয়োজনে থাইল্যান্ডে অবস্থান করায় অনুষ্ঠানের উপস্থিত না থাকার জন্য সবার ক্ষমাসুন্দর দৃষ্টি কামনা করেন। তার বক্তব্যের পরে চব্বিশের জুলাই গণআন্দোলন নিয়ে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শণ করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাহিত্য সংসদের সহসভাপতি ও জুলাই গণঅভ্যুত্থান উদযাপন উপকমিটি সদস্য সৈয়দ মিছবাহ উদ্দিন, সহসভাপতি মো. রুহুল ফারুক, আল ইসলাহ সম্পাদক ও জুলাই গণঅভ্যুত্থান উদযাপন উপকমিটি সদস্য আহমদ মাহবুব ফেরদৌস, লাইব্রেরি সম্পাদক নাজমুল আনসারী, সহলাইব্রেরি সম্পাদক ও জুলাই গণঅভ্যুত্থান উদযাপন উপকমিটির সদস্য ইশরাক জাহান জেলী, কার্যকরী পরিষদ সদস্য ও জুলাই গণঅভ্যুত্থান উদযাপন উপকমিটির সদস্য এডভোকেট কামাল তৈয়ব, কার্যকরী পরিষদ সদস্য ও জুলাই গণঅভ্যুত্থান উদযাপন উপকমিটির সদস্য সালেহ আহমদ খসরু, শহিদ আবু তুরাবের ভাই আবুল আহসান এবং প্রতিযোগিতায় বিজয়ী ইফাত হাসান আরমান। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জামিল আহমদ।
অনুষ্ঠানে শহিদ আবু তুরাব, শহিদ পঙ্কজ কুমার, শহিদ রায়হান, শহিদ তারেক, শহিদ নাজমুল, শহিদ তাজ উদ্দিন, শহিদ ক্বারী মো. কামরুল ইসলাম পাবেল, শহিদ মিনহাজ উদ্দিন, শহিদ গৌছ উদ্দিন এবং শহিদ হাসান আহমদ জয়-এর পরিবারের সদস্যদের হাতে নগদ অর্থ ও সম্মাননা সনদ প্রদান করা হয়।
এছাড়া ২৫ জুলাই আয়োজিত জুলাই গ্রাফিতি অংকন ও নির্ধারিত বক্তৃতা প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেন অতিথিবৃন্দ। প্রতিযোগিতায় বিজয়ীরা হলো- ‘জুলাই গ্রাফিতি অংকন’ প্রতিযোগিতায় ‘ক’ গ্রুপে আরিফা আহমদ ১ম, তালবিয়া জান্নাত মারওয়া ২য় এবং ঋতিকা দাশ ও শাহ নেওয়াজ তৈয়ব ফারহান যৌথভাবে ৩য় স্থান অর্জন করে। গ্রাফিতি অংকন ‘খ’ গ্রুপে নওশীন আজিজ ১ম, সারাহ সানজিদা ২য় এবং নিশিতা রায় ও স্নেহা দাশ পূজা যৌথভাবে ৩য় স্থান অর্জন করে। ‘গ’ গ্রুপে জায়ারা আফরিন চৌধুরী ১ম স্থান অর্জন করে। নির্ধারিত বক্তৃতা প্রতিযোগিতায় ‘ক’ গ্রুপে তালবিয়া জান্নাত মারওয়া ১ম ও ঋতিকা দাস ২য় স্থান অর্জন করে এবং ‘খ’ গ্রুপে তাপাদার জান্নাতুল জাহরা ১ম ও ঋতু দাস ২য় স্থান অর্জন করে। নির্ধারিত বক্তৃতা প্রতিযোগিতার ‘গ’ গ্রুপে ১ম স্থান অর্জন করে ইফাত হাসান আরমান। আদিল আনোয়ার ও আমির হামজা যৌথভাবে ২য় স্থান অর্জন করে এবং ৩য় স্থান অর্জন করে হোসাইন হামিদ।
বিকেল ৪টায় শহিদ সোলেমান হলে আয়োজিত বিপ্লবের কবিতা পাঠ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক গল্পকার সেলিম আউয়াল। সংসদের সহলাইব্রেরি সম্পাদক ইশরাক জাহান জেলীর পরিচালনায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জুলাই গণঅভ্যুত্থান উদযাপন উপকমিটির সদস্যসচিব আব্দুল মুকিত অপি এডভোকেট। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাহিত্য সংসদের সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী, কার্যকরী পরিষদ সদস্য অধ্যক্ষ মো. ছয়ফুল করিম চৌধুরী হায়াত, সংসদের কার্যকরী পরিষদ সদস্য কামাল তৈয়ব, কার্যকরী পরিষদ সদস্য সালেহ আহমদ খসরু, কার্যকরী পরিষদ সদস্য ডা. মো. ফয়জুল হক, কার্যকরী পরিষদ সদস্য সৈয়দ মোহাম্মদ তাহের।
বিপ্লবের কবিতা পাঠে অংশ নেন- বাছিত ইবনে হাবীব, মুহিত চৌধুরী, মামুন সুলতান, মোয়াজ আফসার, শামসীর হারুনূর রশীদ, সাজন আহমদ সাজু, সৈয়দ রেজাউল হক, মুন্নি আক্তার, শান্তা কামালী, মাহফুজ জোহা, কামাল আহমদ, কবির আশরাফ, কুবাদ বখত চৌধুরী রুবেল, আদিল আনোয়ার, আব্দুল মুমিন, মাজহারুল ইসলাম মেনন, জোবেদা বেগম আঁখি, আরিফা আহমদ, ইফাত হাসান আরমান, জামিল আহমদ, তালবিয়া জান্নাত, হাফিজ লোকমান।
কবিদের মধ্যে আরো উপস্থিত ছিলেন সাহেদ হুসাইন, মাসুদা সিদ্দিকা রুহী, সরওয়ার ফারুকী, কামরুল আলম, মকসুদ আহমদ লাল, সুফি আকবর, জীম হামযাহ, জুবের আহমদ সার্জন, সাদিক হোসেন এপলু, বাহাউদ্দিন বাহার, নাছির উদ্দিন, আলমগীর চৌধুরী, মুসাফির আব্দুল্লাহ প্রমুখ।
শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হুসাইন হামিদ।
এদিকে বিকেল ৬টায় জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে সাহিত্য সংসদ হতে এক বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি চৌহাট্টা পয়েন্ট প্রদক্ষিণ করে সাহিত্য সংসদে এসে শেষ হয়। বিজ্ঞপ্তি