রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০১:৪৫ অপরাহ্ন

সিলেটে নানার বাড়িতে বেড়াতে এসে শিশুর মৃত্যু

  • প্রকাশের সময় : ১৪/০৯/২০২৫ ১১:২২:০৩
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের সংগৃহীত
Share
9

সিলেটের গোলাপগঞ্জের বুধবারীবাজার ইউনিয়নে নানা বাড়িতে বেড়াতে এসে কুশিয়ারা নদীতে গোসল করতে গিয়ে শাহী রহমান (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।


শনিবার সকাল ৯টার দিকে উপজেলার শরীফগঞ্জ ইউনিয়নের কালার বাজারের পাশে সুরমা নদীতে তার লাশটি পাওয়া যায়।


বিষয়টি নিশ্চিত করেছেন বুধবারীবাজার ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-২ আতিকুর রহমান।


নিহত শাহী রহমান বিয়ানীবাজার উপজেলার মুড়িয়া ইউনিয়নের টেকই কোনা পাতাড়িপাড়া গ্রামের প্রবাসী শাফি রহমানের ছেলে।


জানা যায়, শাহি রহমান বুধবারীবাজার ইউনিয়নের কালিজুরি গ্রামে নানা বাড়িতে বেড়াতে এসেছিল। গত বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে কালিজুরি এলাকায় কুশিয়ারা নদীতে গোসল করতে গিয়ে পানিতে তলিয়ে যায়। এরপর তাকে খুঁজতে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল শুক্রবার দুপুরে এসে নদীতে অনেক খোঁজাখুঁজি করেও উদ্ধার করা সম্ভব হয়নি। আজ শনিবার (১৩সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে তার লাশ শরীফগঞ্জ ইউনিয়নের মেহেরপুর কালার বাজারের পাশে কুশিয়ারা নদীতে পাওয়া যায়।


সিলেট প্রতিদিন / আরজে


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি