২০২৪-২৫ অর্থবছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশীপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সোমবার ( ৩০ জুন) দুপুরে কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুন্নাহারের সভাপতিত্বে ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা বিলাল হোসেন পরিচালনায় উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মতিনের সূচিত স্বাগত বক্তব্যের মাধ্যমে এতে প্রধান অতিথির বক্তব্যে রাখেন উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সিলেটের মোস্তফা ইকবাল আজাদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেটের দীপক কুমার দাশ, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুল আলীম, পিএপিসির সদস্য আনোয়ার হোসেন, নন গ্যাপ সদস্য মোজাম্মেল হোসেন, জাকির হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে মোস্তফা ইকবাল আজাদ বলেন, কৃষকের দক্ষতা ও উৎপাদনশীলতা বৃদ্ধিতে পার্টনার প্রকল্পের আওতায় ফিল্ড স্কুল, উত্তম কৃষি চর্চা, আধুনিক সেচ প্রযুক্তি, মানসম্মত তথ্য ব্যবস্থাপনা ও চালু করা হয়েছে। এ ধরনের কংগ্রেসে কৃষক প্রতিনিধিদের অভিজ্ঞতা বিনিময়, বাস্তবভিত্তিক প্রশিক্ষণ এবং উদ্ভাবনী চর্চার প্ল্যাটফর্ম তৈরি হয়। পার্টনার প্রকল্পের আওতায় দেশের এক ফসলি জমিতে অধিক ফসল উৎপাদন, কৃষিকরা উদ্ভাবনী ফসল চাষাবাদ এবং নিরাপদ খাদ্য উৎপাদনের পাশাপাশি পুষ্টিগত উন্নয়ন, উদ্যোক্তা তৈরি এবং উত্তম কৃষি চর্চাই প্রকল্পের মূল উদ্দেশ্য। নিয়ম মেনে উৎপাদন করলে আমরা লাভবান হবো।
অনুষ্ঠানের শুরুতে প্রদর্শিত ভিডিওচিত্রে তুলে ধরা হয় পার্টনার প্রকল্পের আওতায় প্যাকেজ প্রযুক্তি, কৃষিতে দৃষ্টিভঙ্গির পরিবর্তন, কৃষিপণ্যের সঠিক মূল্য নির্ধারণ, পুষ্টি ও খাদ্য নিরাপত্তা এবং টেকসই কৃষি প্রযুক্তির গুরুত্ব। কংগ্রেসে কৃষক প্রতিনিধি, উপজেলা কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় এবং বিভিন্ন শ্রেনী পেশার লোকজনসহ গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।




কোম্পানীগঞ্জ প্রতিনিধি



