মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ০১:০৫ অপরাহ্ন

জুনেলের রিমান্ড না-মঞ্জুর : জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

  • প্রকাশের সময় : ৩০/০৬/২০২৫ ০১:৩০:১৭
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের ছবি সংগৃহিত
Share
14

কুলাউড়ার ব্রাহ্মণবাজারের আলোচিত স্কুলছাত্রী নাফিসা জান্নাত আনজুম হত্যা মামলার আসামী  জুনেলক জেল গেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছে আদালত। 


সোমবার (৩০ জুন) রিমান্ড আবেদন করে কুলাউড়া থানা পুলিশ। থানার ওসি মোঃ গোলাম আপছার নীজে  আদালতে উপস্থিত হয়ে রিমান্ড আবেদন করেন।


তবে আদলত জুনেলের  রিমান্ড মঞ্জুর না করে  জেলগেটে জিজ্ঞাসাবাদের জন্য মাত্র  নির্দেশ দিয়েছপন।


এব্যাপারে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ গোলাম আপছার  জানান,আমরা আদালতে খুনি জুনেলের ৭ দিনের রিমান্ডের আবেদন করেছিলাম, আদালত তাকে জেলগেটে দুইদিন জিজ্ঞাসাবাদের জন্য আদেশ দিয়েছেন।


সিলেট প্রতিদিন / Sl


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি