কুলাউড়ার ব্রাহ্মণবাজারের আলোচিত স্কুলছাত্রী নাফিসা জান্নাত আনজুম হত্যা মামলার আসামী জুনেলক জেল গেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছে আদালত।
সোমবার (৩০ জুন) রিমান্ড আবেদন করে কুলাউড়া থানা পুলিশ। থানার ওসি মোঃ গোলাম আপছার নীজে আদালতে উপস্থিত হয়ে রিমান্ড আবেদন করেন।
তবে আদলত জুনেলের রিমান্ড মঞ্জুর না করে জেলগেটে জিজ্ঞাসাবাদের জন্য মাত্র নির্দেশ দিয়েছপন।
এব্যাপারে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ গোলাম আপছার জানান,আমরা আদালতে খুনি জুনেলের ৭ দিনের রিমান্ডের আবেদন করেছিলাম, আদালত তাকে জেলগেটে দুইদিন জিজ্ঞাসাবাদের জন্য আদেশ দিয়েছেন।