দক্ষিণ সুরমার সিলাম ইউনিয়নের আদর্শ উচ্চ বিদ্যালয়ে ফ্রী চক্ষু শিবির বাস্তবায়নের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় চক্ষু শিবির বাস্তবায়ন জন্য উপদেষ্টা কমিটি, পরিচালনা কমিটি ও শৃঙ্খলা কমিটি গঠন করা হয়।
শুক্রবার (২৭ জুন) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সৈয়দ আশরাফউজ্জামান (নবিব আলী)।
কেকেপি ও মরহুম রফিকুল ইসলাম চৌধুরী (রেখন মিয়ার) পরিবারবর্গের আয়োজনে আগামী ৭ জুলাই সোমবার সকাল ৯টা হইতে বেলা ২টা পর্যন্ত ফ্রী চক্ষু শিবিরের আয়োজন করা হয়েছে।
চক্ষু শিবির সুষ্ঠু ভাবে বাস্তবায়নের লক্ষ্যে গঠিত উপদেষ্টা কমিটির সদস্যরা হলেন, আহবায়ক সৈয়দ আশরাফউজ্জামান। সদস্যবৃন্দ সৈয়দ ফরহাদ হোসেন, ফালাকুজ্জামান চৌধুরী, জয়নুল ইসলাম চৌধুরী, মন্তাজ আলী(ঠাকুর মিয়া), ডা. আব্দুল খালিক, সৈয়দ মতব্বির আহমদ, শামির মিয়া, আহমদুল ইসলাম, মোঃ মাহমুদ হোসেন।
পরিচালনা কমিটিতে রয়েছেন আহবায়ক ডা. আলমগীর চৌধুরী। সদস্যরা হলেন, রেজুয়ান হোসেন, ডা. জসিম উদ্দিন, ফখরুল ইসলাম, আব্দুল মুত্তাকিম চৌধুরী মাসুম, মোজাম্মিল আহমদ মেম্বার, নুরমান আহমদ,সাইস্তা মিয়া, সুয়েল মিয়া মেম্বার, মোঃ আত্তর আলী, সৈয়দ নুর উদ্দিন, আনোয়ার হোসেন, কয়েছ আহমদ (সাবেক মেম্বার), সাইফুল ইসলাম, রফিক মিয়া, সানোয়ার আলী।
উল্লেখ্য, রোগীদের অবস্থা বিবেচনায় সম্পূর্ণ ফ্রী, ঔষধ, চশমা এবং অপারেশন এর ব্যবস্থ করা হবে। এজন্য প্রত্যেক রোগীকে অবশ্যই আইডি কার্ডের ফটোকপি ও মাস্ক পরিধান করে যথাসময়ে উপস্থিত থাকার জন্য আয়োজকদের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।