বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩৬ পূর্বাহ্ন
মাওলানা মুশতাক হত্যা

জমিয়ত নেতা আব্দুল হাফিজকে ৭ দিনের রিমাণ্ডের আবেদন

  • প্রকাশের সময় : ০৮/০৯/২০২৫ ০৯:০৬:২৫
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের সংগৃহীত
Share
25

সুনামগঞ্জে নিখোঁজের পর জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য, সুনামগঞ্জ জেলা জমিয়তের সহ সভাপতি প্রিন্সিপাল মাওলানা মুশতাক আহমদ গাজীনগরী’র (৫২) লাশ উদ্ধারের ঘটনায় জমিয়তের প্রতিদ্বন্দ্বী  গ্রুপের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।


গ্রেফতারকৃতের নাম আব্দুল হাফিজ (৪০), তিনি মাওলানা মুশতাক আহমদের গ্রাম গাজীনগরের পার্শ্ববর্তী দরগাপুর গ্রামের আলিফ পাঠানের ছেলে এবং জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর অন্য গ্রুপের শান্তিগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক। 


রবিবার (০৭ সেপ্টেম্বর)  রাতে মাওলানা মুশতাক আহমদের স্ত্রী রুবি বেগম বাদী হয়ে দিরাই থানায় হত্যা মামলা দায়ের করলে সিলেটে শহর থেকে আব্দুল হাফিজকে গ্রেপ্তার করে দিরাই থানা পুলিশ।


আজ সোমবার (০৮ সেপ্টেম্বর)  বিকেল সাড়ে তিন টায় আব্দুল হাফিজ (৪০) কে কঠোর নিরাপত্তায় দিরাই জোনের আমলগ্রহণকারী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। আদালতের বিচারক এসএম শাফায়াত ছালাম আগামীকাল ১০ সেপ্টেম্বর বুধবার শুনানির দিন ধার্য করেছেন। 


এদিকে আব্দুল হাফিজের ফাঁসির দাবিতে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও সংগঠনের নেতাকর্মীরা আদালত চত্বরে বিক্ষোভ করেছেন। এসময় বিক্ষুব্দ নেতাকর্মীরা আব্দুল হাফিজের দিকে ডিম ছুড়ে মারে। 


দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, মাওলানা মুস্তাক আহমদের মৃত্যুর ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের হয়েছে এবং আব্দুল হাফিজকে সিলেট থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করতে আদালতে ৭ দিনের রিমাণ্ডের আবেদন করা হয়েছে। ’


পুলিশের সুনামগঞ্জ আদালতের পরিদর্শক মো. আকবর হোসেন  বলেন, মাওলানা মুস্তাক আহমদের মৃত্যুর ঘটনায় থানায় গ্রেপ্তারকৃত আব্দুল হাফিজকে জিজ্ঞাসাবাদ করতে মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে ৭ দিনের রিমাণ্ডের আবেদন করেছেন। আদালত আগামীকাল বুধবার (১০ সেপ্টেম্বর)  রিমাণ্ড শুনানীর দিন ধার্য করেছেন। 


সিলেট প্রতিদিন / এসআই


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি