মেধাবী শিক্ষার্থী আরাফাত রহমানের একাদশ শ্রেণিতে ভর্তির দায়িত্ব নিয়েছেন গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মিলটন চন্দ্র পাল।
বৃহস্পতিবার নির্বাহী অফিসারের কার্যালয়ে আরাফাতের হাতে ব্যক্তিগত তহবিল থেকে ভর্তির জন্য নগদ ৩৫০০ টাকা তুলেন তিনি।
জানা যায়, ২০২৫ সালের এসএসসি পরিক্ষায় অংশগ্রহণ করে জিপিএ গোল্ডেন-৫ অর্জন করে গোলাপগঞ্জ পৌরসভার বাসিন্দা আরাফাত রহমান। পরে গোলাপগঞ্জ সরকারি এমসি একাডেমিতে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য মনোনীত হয় সে। কিন্তু বাবা আংশিক প্যারালাইজডে আক্রান্ত থাকায় ভর্তির ফি বাবদ ৩৫০০ টাকা দিতে হিমশিম খাচ্ছিল। বৃহস্পতিবার গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মিলটন চন্দ্র পালের দ্বারস্থ হলে তিনি একাদশ শ্রেণিকে ভর্তির দায়িত্ব গ্রহণ করেন। ব্যক্তিগত তহবিল থেকে ভর্তির জন্য নগদ ৩৫০০ টাকা তার হাতে তুলে দেন। এছাড়াও ভবিষ্যতে পড়ালেখা সংক্রান্ত যেকোন সহযোগিতার আশ্বাস প্রদান করেন তিনি।
এমন কঠিন মূহুর্তে পাশে দাঁড়ানোর জন্য গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মিলটন চন্দ্র পালের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আরাফাতের পরিবার।
এদিকে গোলাপগঞ্জ যোগদানের পর থেকে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড ও মানবিক বিভিন্ন কাজ করে দৃষ্টান্ত স্থাপন করছেন ইউএনও মিলটন চন্দ্র পাল। এমন নানা মহৎ কাজের জন্য সর্ব মহলে প্রশংসা কুঁড়াচ্ছেন তিনি।