বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩৩ অপরাহ্ন

প্রথম দিনে সিলেট শিক্ষা বোর্ডে অনুপস্থিত ৮২৪ জন

  • প্রকাশের সময় : ২৭/০৬/২০২৫ ১১:৪০:৩৩
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের সিলেট প্রতিদিন
Share
26

এইচএসসি পরীক্ষার প্রথমদিন বৃহস্পতিবার (২৬ জুন) অনুষ্ঠিত বাংলা ১ম পত্র পরীক্ষায় সিলেট শিক্ষা বোর্ডে ৬২ হাজার ৮১৭ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নেয় ৬১ হাজার ৯৯৩ জন। ফলে পরীক্ষায় অনুপস্থিত পরীক্ষার্থী সংখ্যা ৮২৪ জন।


সিলেট বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মো. সাইফুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান- প্রথম দিনের পরীক্ষায় জেলাভিত্তিক অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা সিলেট জেলায় ৩২৩ জন, হবিগঞ্জ জেলায় ১৪৩ জন, মৌলভীবাজার জেলায় ১৫৬ জন ও সুনামগঞ্জ জেলার ২০২জন অনুপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার সকাল ১০টা থেকে সিলেট শিক্ষা বোর্ডের অধীনে ৮৮টি কেন্দ্রে পরীক্ষা শুরু হয়। করোনা ভাইরাস ও ডেঙ্গু রোগের সংক্রমণ হারের উর্ধ্বগতি বিবেচনায় বাংলাদেশ আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয় কমিটির নির্দেশনা অনুসারে পরীক্ষাকেন্দ্রে পরীক্ষক ও পরীক্ষার্থীসহ সংশ্লিষ্টরা স্বাস্থ্যবিধি মেনেই পরীক্ষার আয়োজন করেন। 

এবার সিলেট শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষা দিচ্ছে ৬৯ হাজার ৯৩১ জন শিক্ষার্থী। এদের মধ্যে ছাত্র সংখ্যা ২৮ হাজার ১৫ জন এবং ছাত্রী ৪১ হাজার ৯১৬ জন। 

 


সিলেট প্রতিদিন / Sl


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি