মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলার দুটি সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ২৫ জন বাংলাদেশিকে পুশ-ইন করেছে। তাদের মধ্যে নারী, পুরুষ ও শিশুসহ ১৯ জনকে শ্রীমঙ্গল এবং ৬ জনকে কমলগঞ্জে আটক করা হয়েছে। বর্তমানে তারা সংশ্লিষ্ট থানার হেফাজতে রয়েছেন।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, বুধবার (২৫ জুন) রাতের দিকে শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নের কাকমারা সীমান্ত দিয়ে ১৯ জন বাংলাদেশি প্রবেশ করেন। তারা স্থানীয় একটি বাড়িতে অবস্থান করছিলেন। এলাকাবাসীর সন্দেহ হলে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে থানায় নিয়ে আসে।
আটককৃতদের মধ্যে ৬ জন পুরুষ, ৯ জন নারী এবং ৪ জন শিশু রয়েছে। তারা যশোর, নড়াইল, নোয়াখালী ও চট্টগ্রাম জেলার বলে প্রাথমিকভাবে জানা গেছে।
আটককৃতরা হলেন - শরীয়তপুরের সখিপুর থানার বিল্লাল (৫১), মরিয়ম বেগম (৪০), নিলুফার বেগম (৩৮); যশোরের শার্শা উপজেলার আলী মিয়া (৬০), মিলন শেখ (৩৫) ও তার স্ত্রী মুসলিমা খাতুন (৩০), রহিমা খাতুন (৪৫), রুপালী বেগম (৩৫);
যশোরের ঝিকরগাছা উপজেলার শাহানারা খাতুন (৫০); নড়াইলের কালিয়া উপজেলার শেফালী (৩৫) ও স্বপ্না বেগম (১৫); সাতক্ষীরার কলারোয়া উপজেলার আমির মোল্লা (১৪), রিমা খাতুন (২৭); চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার খোরশেদ আলম (৩১) ও তাসলিমা খাতুন (৩৫)।আটককৃতরা পুলিশকে জানিয়েছেন, তারা দীর্ঘদিন ধরে ভারতের মুম্বাইসহ বিভিন্ন শহরে কর্মরত ছিলেন।
এদিকে কমলগঞ্জ উপজেলার ধলই সীমান্ত দিয়ে আরও ৬ জনকে বাংলাদেশে ঠেলে পাঠিয়েছে বিএসএফ। বিষয়টি নিশ্চিত করেছেন ৪৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম জাকারিয়া। তিনি জানান, আটককৃতদের স্থানীয় বিওপিতে রেখে জিজ্ঞাসাবাদ চলছে। তাদের বিস্তারিত পরিচয় পরে জানানো হবে।