সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৫:০৬ অপরাহ্ন

সিলভার ভিলেজ উন্নয়ন পরিষদের ঈদ পুনর্মিলনী ও নতুন সদস্য বরণ

  • প্রকাশের সময় : ১৬/০৬/২০২৫ ০৪:২৭:৪৬
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের ছবি সংগৃহীত
Share
26

সিলেট সিটি করপোরেশনের ৩০নং ওয়ার্ডের অন্তর্গত সিলভার ভিলেজ আবাসিক এলাকার সিলভার ভিলেজ উন্নয়ন পরিষদের কার্যকরী কমিটির ঈদ পুনর্মিলনী সভা ও নতুন সদস্য বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।


শুক্রবার পরিষদের সভাপতি শাহজাহান খানের বাসভবনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি শাহজাহান খান।


উপস্থিত সদস্যদের মধ্যে এলাকার সার্বিক নিরাপত্তা বজায় রাখার বিষয়ে বিস্তারিত আলোচনা হয় এবং এ বিষয়ে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণের উপর জোর দেওয়া হয়।


কার্যকরী কমিটির একটি শূন্য পদে আসিফুর রহমান আরিফকে নতুন সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে। এর ফলে পরিষদের কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করা সংশ্লিষ্টরা।


এছাড়া সিলভার ভিলেজ জামে মসজিদের জমি সিলভার ভিলেজ কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে ওয়াকফ করে দেওয়ায় কোম্পানির চেয়ারম্যান সাইফুল্লাহ আল হোসাইনকে বিশেষভাবে ধন্যবাদ জানানোর সিদ্ধান্ত গৃহীত হয়। পরে ঈদের শুভেচ্ছা বিনিময় শেষে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।


সিলেট প্রতিদিন / আরজে


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি