বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১৮ অপরাহ্ন

শ্রীমঙ্গলে মাদক ও মাদক বিক্রির টাকাসহ আটক ১

  • প্রকাশের সময় : ০৯/০৬/২০২৫ ০৮:৫৫:০৭
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের সিলেট প্রতিদিন
Share
16

মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে মাদক বিক্রির টাকাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।


সোমবার (৯ জুন) রাত সাড়ে ৩টার দিকে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম এর নেতৃত্বে এসআই (নিরস্ত্র) সুজন কান্তি পাল এর নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে উপজেলার আশিদ্রোন ইউনিয়নের রামনগর গাজিপুর গ্রামের একটি মুদি দোকানের সামনে থেকে এলাকাবাসীর সহায়তায় মাদক কারবারি নজরুল ইসলাম (৩৭) কে আটক করা হয়।


পুলিশ জানিয়েছে, আটককৃত নজরুল ইসলাম মৌলভীবাজার সদর উপজেলার মোকামবাজার নিতেশ্বর এলাকার আব্দুল বাছিত এর ছেলে। আটক নজরুল ইসলাম শহরতলীর সদর ইউনিয়নের উত্তর ভাড়াউড়া গ্রামের জনৈক রুবেল মিয়ার ভাড়া বাসায় বসবাস করে আসছিল।


আটককৃত আসামিকে তল্লাশী করে সার সঙ্গে থাকা ১০পিস ইয়াবা ট্রাবলেট ও মাদক বিক্রির নগদ দুই হাজার ৬০০ টাকা উদ্ধার করেন পুলিশ সদস্যরা।


শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, আটককৃতের বিরুদ্ধে মাকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরর পর মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।


সিলেট প্রতিদিন / Sl


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি