শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫৩ অপরাহ্ন

কানাডায় লেকের পানিতে বোট উল্টে বিমানের পাইলট ও গার্মেন্টস ব্যবসায়ীর মৃত্যু

  • প্রকাশের সময় : ০৯/০৬/২০২৫ ১০:৩৬:২০
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের ছবি সংগৃহিত
Share
56

কানাডার একটি লেকে বোট উল্টে বাংলাদেশ বিমানের পাইলট সাইফুজ্জামান গুড্ডু এবং বিজিএমইএ-এর সাবেক ভাইস প্রেসিডেন্ট ও টিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহিল রাকিব (পাপ্পু) মৃত্যু হয়েছে। পারিবারিক সূত্র তাদের মৃত্যু বিষয়টি নিশ্চিত করেছে।


গুড্ডু বাংলাদেশ বিমানের বোয়িং ৭৮৭-এর ক‍্যাপ্টেন ছিলেন। বিশ্ববিদ্যালয় পড়ুয়া মেয়েকে দেখতে তিনি সপরিবারে কানাডা এসেছিলেন।


মৃতদের পারিবারিক সূত্রে জানা গেছে, কোয়ার্তা লেকে পারিবারিক এক ভ্রমণের সময় পাপ্পু ও গুড্ডু কেনু বোট নিয়ে লেকে ঘুরতে বের হন। এই সময় তাদের বোটটি উল্টে যায়। পাড়ে দাঁড়িয়ে থাকা ১০-১৫ ফিট দূরে পরিবারের সদস্যদের সামনেই পানিতে ডুবে তাদের মৃত্যু হয়।


তারা জানায়, কেনু বোটে কোমর পর্যন্ত পা ভেতরে ঢুকানো থাকে। আর তাই উল্টে গেলে তাৎক্ষণিক বের হওয়ার কৌশল দুই জনেরই জানা ছিল না। ভালো সাঁতার জানলেও তারা তীরে উঠতে পারেননি।





সিলেট প্রতিদিন / Sl


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি