বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২০ অপরাহ্ন

কানাডায় বিয়ানীবাজার সমিতির নির্বাচন সম্পন্ন : সভাপতি সরফুল, সম্পাদক মেহেদি

  • প্রকাশের সময় : ০৮/০৯/২০২৫ ০২:২২:৩৯
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের সিলেট প্রতিদিন
Share
67

দেশীয় আমেজে প্রবাসের মাঠিতে উৎসব মুখর পরিবেশে কানাডার টরন্টোয় প্রবাসী বিয়ানীবাজার বাসীদের ঐক্যের প্রতীক' বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতির সাধারণ নির্বাচন সম্পন্ন হয়েছে।


রবিবার (৭ সেপ্টেম্বর)  সকাল ১০ ঘটিকা থেকে রাত ৮ ঘটিকা পর্যন্ত টানা ভোট গ্রহন চলে।ভোট গননা শেষে রাত ১ ঘটিকায় ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার তানভীর আহমেদ চৌধুরী,নির্বাচন কমিশনার মো: জগলুল হক ও সুহেল আহমদ।


সুষ্ঠু ও উৎসব মুখর পরিবেশে ভোট সম্পন্ন হওয়ায়  ভোটার,সমর্থক ও কমিউনিটির নেতৃবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান প্রধান নির্বাচন কমিশনার তানভাীর আহমেদ চৌধুরী।


মোট ১৪১৫ ভোটের মধ্যে  ১১৪৫ ভোট কাস্টিং হয় এরমধ্যে সভাপতি পদে সরফুল ইসলাম ৬৬৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল হামিদ পেয়েছেন ৪৬৬ ভোট।


সাধারণ সম্পাদক পদে মেহেদি হাসান শরিফ ৫৭২ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী  বাবলু খান পেয়েছেন ৫৩৩.ভোট।


সাংগঠনিক সম্পাদক পদে মোঃ সাইদুল ইসলাম ৭৯১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সুলতান আহমদ পেয়েছেন ২৭৯ ভোট।


এছাড়াও কমিটির বাকি সদস্য পদগুলোতে একাধীক প্রার্থী না থাকায় অংশগ্রহণকারী একক প্রার্থীদের বিনা প্রতিদ্বন্দ্বীতায় বিজয়ী ঘোষণা করা হয়।


প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে বিয়ানীবাজার সমিতি টরন্টো প্রবাসী বাংলাদেশিদের সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। নিয়মিত সাংস্কৃতিক অনুষ্ঠান, সামাজিক উদ্যোগ ও একাত্মতার মাধ্যমে সংগঠনটি কমিউনিটিতে বিশেষ পরিচিতি লাভ করেছে।


সিলেট প্রতিদিন / এসআই


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি