বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৩:১৮ অপরাহ্ন

জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রান্তিক মূল্যায়ন ও প্রাথমিক শিক্ষা পুরষ্কার বিতরণ

  • প্রকাশের সময় : ২৮/০৫/২০২৫ ০৯:৫৮:৫৩
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
136

জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১ম প্রান্তিক মূল্যায়ন ও জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৫'র ফলাফল প্রকাশ ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। 


বুধবার (২৭ মে) বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দক্ষিণ সুরমা উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ লুৎফুর রহমান।


বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ মোতাকাব্বের (ফাহাদ) ও বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বেলা রাণী বিশ্বাসের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাখাওয়াত এরশেদ।


অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন বিদ্যালয়ের শিক্ষার্থীদের বাংলা ও ইংরেজি শুদ্ধ উচ্চারণ, রিডিং পড়তে পারা, শুদ্ধভাবে লিখন এবং একীভূত শিখনের উপর জোর তাগিদ দিতে হবে। পাশাপাশি অন্যান্য সৃজনশীল কর্মকান্ড, স্কাউট ও কাবিংয়ের উপর গুরুত্ব দিতে সংশ্লিষ্টদের উপদেশ দেন।


বিদ্যালয়ের সার্বিক অবকাঠামোগত ব্যাবস্থা ও একাডেমিক কার্যক্রম পর্যবেক্ষণ করে সন্তুষ্টি প্রকাশ করেন।


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ নজরুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার মোঃ রোমান মিয়া, জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ মোক্তার হোসেন, জালালপুর জনকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ও ফেইসবুক পেইজ ভয়েস অফ ওয়াল্ডের পরিচালক এস এম ফাহিম।


অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ফারজানা ইয়াসমিন, শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ কবিতা আবৃত্তি, গান ও নৃত্য পরিবেশন অনুষ্ঠিত হয়।


পরিশেষে অতিথিবৃন্দ ১ম প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ ও জাতীয় প্রাথমিক শিক্ষা পদক- ২০২৫ এর বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের হাতে সম্মাননা স্মারক ও বিভিন্ন পুরস্কার তুলে দেন।


এছাড়া বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী, অভিভাবকবৃন্দ এবং এলাকার বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ, শিক্ষানুরাগী ও সামাজিক ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।


সিলেট প্রতিদিন / এএ


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি