বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৫:২৮ অপরাহ্ন

শেখঘাট শুভেচ্ছা যুব সংঘের কার্যালয় উদ্বোধন

  • প্রকাশের সময় : ২২/০৫/২০২৫ ০৮:৫১:১৭
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
100

সিলেট শহরের অন্যতম প্রাচীন এলাকা শেখঘাটে নবপ্রজন্মের অরাজনৈতিক সেবা সংগঠন শেখঘাট শুভেচ্ছা যুব সংঘের স্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।


বৃহস্পতিবার (২২ মে) বিকাল ৪টায় আয়োজিত এ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) ও সিলেটের জেলা পরিষদ প্রশাসক দেবজিৎ সিংহ। অনুষ্ঠানে পায়রা উড়িয়ে ও ফিতা কেটে কার্যালয়ের উদ্বোধন ঘোষণা করেন তিনি।


এ সময় শেখঘাট পঞ্চায়েত কমিটির পক্ষ থেকে তাঁকে এলাকার নাগরিক সমস্যাবলীর একটি স্মারকলিপি প্রদান করা হয়। পাশাপাশি, শেখঘাট শুভেচ্ছা যুব সংঘের পক্ষ থেকে শেখঘাট জিতু মিয়ার পয়েন্ট সংলগ্ন সরু রাস্তা প্রশস্ত করার জোর দাবি জানানো হলে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) ওই দাবির প্রতি সহমত প্রকাশ করেন এবং বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন।


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখঘাট পঞ্চায়েত কমিটির সভাপতি শফিক মাহমুদ, শেখঘাট কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির সেক্রেটারি নুরুল আলমসহ স্থানীয় মুরব্বিরা এবং সভাপতিত্ব করেন শেখঘাট শুভেচ্ছা যুব সংঘের সভাপতি পারভেজ আহমদ।


অনুষ্ঠানে শেখঘাট শুভেচ্ছা যুব সংঘের উদ্দেশ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে একটি প্রেরণাদায়ক বক্তব্য প্রদান করেন শেখঘাট শুভেচ্ছা যুব সংঘের সভাপতি জনাব পারভেজ আহমদ। পরে শেখঘাট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ও ইমাম মাওলানা সাদিকুর রহমান বিশেষ মোনাজাত পরিচালনা করেন।


সবশেষে ক্লাবের উপদেষ্টা ও উদ্বোধন অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির আহ্বায়ক এবং সাবেক কাউন্সিলর পদপ্রার্থী ফখর উদ্দিন অনুষ্ঠানটির আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন।


শেখঘাট এলাকার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করে এ সংগঠনের নতুন কার্যালয় উদ্বোধনের মাধ্যমে সমাজসেবামূলক কার্যক্রম আরও বেগবান হবে বলে আশা প্রকাশ করেন স্থানীয়রা।


সিলেট প্রতিদিন / এএ


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি