সিলেটের দক্ষিণ সুরমা সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে 'ইসলাম ও সেকুলারিজম : প্রেক্ষিত বাংলাদেশ' শীর্ষক সেমিনার ও ২০১৯-২০ সেশনের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯মে) সকালে কলেজ অডিটোরিয়ামে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ও বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল স্টাডিজ বিভাগের প্রফেসর ড.নজরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ জনাব ইফতেখার আলম।
এছাড়া কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ, শিক্ষকবৃন্দ ও বিভাগের সকল বর্ষের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন বিদায়ী শিক্ষার্থী রুহেল আহমদ এবং ইসলামী সংগীত পরিবেশন করেন আব্দুল ওয়াদুদ।
শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন কুলসুম আক্তার চৌধুরী শেফা, আকাশ দাস, জাকিয়া বেগম, শাহরিয়ার আলম, আয়েশা জান্নাত প্রমূখ।
আকাশ মিয়া ও তাহিরা আক্তারের যৌথ সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদেরকে ক্রেস্ট প্রদান করেন প্রধান অতিথি প্রফেসর ড.নজরুল ইসলাম।
এছাড়াও অনুষ্ঠানে জুলাই বিপ্লবে আহত একই বিভাগীয় শিক্ষার্থী মো.নুরুল ইসলাম ছামিকে ক্রেস্ট প্রদান করা হয় ও অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের উদ্যোগে কলেজে বৃক্ষরোপন করা হয়।
এর আগে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভিন্ন কার্যক্রমের উপর নির্মিত ডকুমেন্টারি মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শন করেন বিদায়ী শিক্ষার্থী আল-আমিন।