সিলেট সরকারি কলেজের ছাত্র ও জিন্দাবাজার হেক্সাস-এর সাবেক শিক্ষার্থী বদরুলের ইসলামকে পরিকল্পিতভাবে হত্যা মামলায় মিথ্যা ও ভিত্তিহীনভাবে ফাঁসানোর প্রতিবাদে আজ মঙ্গলবার ( ২০ মে) সিলেট চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে এক মানববন্ধনের অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশ নেন সিলেটের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, যুব সমাজের প্রতিনিধি, সাহেবের বাজার এলাকার সচেতন নাগরিকরবৃন্দ।
মানববন্ধনে বক্তারা বলেন, বদরুল ইসলাম একজন শান্তশিষ্ট, ভদ্র ও নম্র স্বভাবের ছেলে- যার বিরদ্ধে এই ধরনের গুরম্নতর অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। তার বিরদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ষড়যন্ত্রমূলক। একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে তাকে সমাজ থেকে দূরে সরানোর অপপ্রয়াস চালাচ্ছে।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, কিন্তু কোনো নিরাপরাধ যুবক যেন অন্যায়ের শিকার না হয়, সে বিষয়ে সকলের সোচ্চার হওয়া উচিত। বদরম্নলের ঘটনায় নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সত্য উদ্ঘাটন হোক এবং তাকে দ্রুত মুক্তি দেওয়া হোক।
বক্তারা আরও জানান, বদরম্নল উচ্চশিড়্গার জন্য বিদেশ যাওয়ার প্রসেসিং করছিল। আজ তার সুন্দর ভবিষ্যত অন্ধকার। এ ধরনের ষড়যন্ত্রমূলক মামলা শিক্ষার্থীদের মধ্যে ভয়ের পরিবেশ তৈরি করে এবং একজন শিক্ষার্থীর ভবিষ্যৎ ধ্বংসের দ্বারপ্রান্তে দেয়।
মানববন্ধন থেকে বদরুল ইসলামের নি:শর্ত মুক্তি ও ঘটনার স্বচ্ছ তদন্ত্রের দাবি জানানো হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন গোলজার হোসেন নাজিম, রায়হান হোসেন, জামিল আহমেদ, ফয়ছল ইসলাম,সালমা বেগম,খয়রূল ইসলাম, আরো অনেক ।