শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের মূলট্রেন লাইনের বাইরে তেলবাহী ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। এতে তেলবাহী বগির কোনো রকমের ক্ষয়ক্ষতি হয়নি। সেই সঙ্গে শ্রীমঙ্গলের এ লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। তবে তেলবাহী ট্রেনের ইঞ্জিনের একটি অংশ পুরোটাই হেলে পড়েছে।
স্থানীয়রা জানান, ট্রেনের ইঞ্জিনের গতি নিয়ন্ত্রিত হয়ে যাওয়ায় বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি।
শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার সিপলু সূত্রধর জানান, শনিবার (১০ মে) দুপুর দেড়টার দিকে তেলবাহী একটি ট্রেন চট্টগ্রাম থেকে তেল নিয়ে শ্রীমঙ্গলের তেল ডিপোতে আসে। এ সময় ট্রেনের চালক ভুলবশত ইঞ্জিন ঘোরাতে অপর আরেকটি লাইনে চলে যান। এতে তাৎক্ষণিকভাবে ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়ে ট্রেন লাইনের এক পাশে হেলে পড়ে দেবে যায়। এতে তেলবাহী কোনো বগির ক্ষতি হয়নি।
তবে স্থানীয়রা বলছেন, ইঞ্জিন নিয়ন্ত্রিত হয়ে পড়ায় বড় ধরনের কোনো ক্ষতি হয়নি। কারণ বিকল ইঞ্জিনের পাশেই বসতবাড়ি ছিল। এদিকে সহকারী স্টেশন মাস্টার জানিয়েছেন, শ্রীমঙ্গল ট্রেন লাইনে ট্রেন সম্পূর্ণভাবে স্বাভাবিক রয়েছে। তবে আখাউড়া থেকে রিলিফ ট্রেন এসে তেলবাহী ট্রেনের ইঞ্জিন উঠানোর কথা রয়েছে।