বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন

সিলেটসহ ২৬ জেলায় ব'জ্রপা'তের শ'ঙ্কা

  • প্রকাশের সময় : ১৮/০৪/২০২৫ ০৮:১১:৫২
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
184

সিলেটসহ দেশের ২৬টি জেলায় বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। শুক্রবার (১৮ এপ্রিল) আবহাওয়া অধিদফতরের বজ্রপাতের সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।


শুক্রবার (১৮ এপ্রিল) সকাল সাড়ে ৯টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার মধ্যে অস্থায়ীভাবে প্রতি ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বা তার অধিক বেগে দমকা বা ঝড়ো হাওয়া ও বজ্রপাতসহ বৃষ্টি হতে পারে।


ওই জেলাগুলো হচ্ছে— সিলেট রংপুর, দিনাজপুর, নীলফামারী, কুড়িগ্রাম, রাজশাহী, নাটোর, পাবনা, বগুড়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, যশোর, কুষ্টিয়া, রাজবাড়ী, ফরিদপুর, গোপালগঞ্জ, মানিকগঞ্জ, ঢাকা, গাজীপুর, নরসিংদী, টাঙ্গাইল, মায়মনসিংহ। প্রতি ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া ও বজ্রপাতসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।


এদিকে আবহাওয়া অধিদফতরের শুক্রবারের (১৮ এপ্রিল) তথ্য অনুযায়ী, গত ৩ দিন থেকে বৃষ্টিপাতে দেশে তাপমাত্রা কমেছে। এতে গরম কমেছে। আজও দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে।


আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে আরও বলা হয়, এসব এলাকায় অস্থায়ীভাবে আকাশ মেঘলা থাকবে। কোথাও কোথাও হঠাৎ বৃষ্টি শুরু হতে পারে। বজ্রপাতের আশঙ্কাও রয়েছে। সংশ্লিষ্ট এলাকাগুলোর মানুষকে বিশেষ করে খোলা জায়গায় কাজ করা কৃষক ও মাঠে থাকা শ্রমিকদের সাবধানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।


সিলেট প্রতিদিন / এএ


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি