বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৮:১০ অপরাহ্ন

ডিজিটাল বোর্ডে ভেসে উঠল ‘মুজিবের বাংলায় রাজাকারের ঠাঁই নাই’

  • প্রকাশের সময় : ৩০/০৩/২০২৫ ০১:৪৯:৩৮
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
62

নোয়াখালীর কবিরহাটে একটি রেস্তোরাঁর ডিজিটাল বিলবোর্ডে ভেসে উঠেছে—‘মুজিবের বাংলায় রাজাকারের ঠাঁই নাই’। শনিবার (২৯ মার্চ) মধ্যরাতে এই বার্তা প্রদর্শিত হলে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।


প্রত্যক্ষদর্শীরা জানান, মধ্যরাতে কবিরহাট বাজারের তোহা বৈঠকখানা রেস্তোরাঁর বিলবোর্ডটিতে আচমকা মুজিবের বাংলায় রাজাকারের ঠাঁই নাই এই বার্তা ফুটে ওঠে। বিষয়টি দ্রুত চারদিকে ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দারা সেখানে উপস্থিত হন। তারা ভিডিও করে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন।


এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কবিরহাট নামের এক ফেসবুক আইডি থেকে বিষয়টি নিয়ে পোস্ট করা হয়। এতে লেখা হয়, কবিরহাট বাজার জিরো পয়েন্ট তোহা বৈঠক খানা ডিজিটাল বোর্ডে ভেসে উঠলো মুজিবের বাংলায় রাজাকারের ঠাঁই নাই, এই রেস্টুরেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।


তোহা বৈঠকখানার মালিক ফজলুল হক আরজু বলেন, আমরা রেস্তোরাঁ বন্ধ করে রেখে চলে গেছি। রাতে আমাদের কোনো ডিউটি থাকে না। কে বা কারা হ্যাক করে এটি করেছে তা খতিয়ে দেখা উচিত। এটা উদ্দেশ্যপ্রণোদিতভাবে করা হয়েছে। আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।


কবিরহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন মিয়া বলেন, বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে এবং কারা ও কীভাবে এই বার্তা প্রচার করেছে তা খতিয়ে দেখছে।


সিলেট প্রতিদিন / এএ


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি