বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:৩৮ পূর্বাহ্ন

শাবি ছাত্রশিবিরের সভাপতি তারেক, সেক্রেটারি তুহিন

  • প্রকাশের সময় : ০৭/০১/২০২৫ ০৩:১২:২৮
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
56

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা ছাত্রশিবিরে ২০২৫ সেশনের কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন নৃবিজ্ঞান বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের তারেক মনোয়ার ও সেক্রেটারি জেনারেল হিসেবে মনোনীত হয়েছেন একই বর্ষের বাংলা বিভাগের শিক্ষার্থী মাসুদ রানা তুহিন ।



মঙ্গলবার সকালে সংগঠনটির পক্ষ থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এতে বলা হয়, গত সোমবার সিলেট নগরীর এক মিলনায়তনে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলামের উপস্থিতিতে শাখার সদস্যদের নিয়ে সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে কেন্দ্রীয় সভাপতি স্বাক্ষরিত ব্যালট পেপারে মাধ্যমে সদস্যদের ভোটে সভাপতি নির্বাচিত হন ।



নতুন সভাপতিকে শপথবাক্য পাঠ করান কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। সমাবেশে ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্যরাও উপস্থিত ছিলেন। এদিকে খোঁজ নিয়ে জানা যায়  গত বছরের মাঝামাঝি (ষাণ্মাষিকে) নতুন এই কমিটির সভাপতি-সেক্রেটারিকে দিয়েই শাবি ছাত্রশিবিরের কমিটি গঠন করা হয়েছিল।


দায়িত্ব পেয়ে তারেক মনোয়ার বলেন, পুনরায় সদস্যদের প্রত্যক্ষ ভোটে আগামী বছরের জন্য শাবিপ্রবি শাখা ছাত্রশিবিরের সভাপতি হিসেবে আমাকে নির্বাচিত করা হয়েছে। আমি যেন আমার এই দায়িত্ব একাগ্রতার সাথে পালন করতে পারি এজন্য সকলের কাছে দোয়া ও আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করছি।


তিনি বলেন, ছাত্রশিবির সবসময়ই শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায়ে নৈতিক জায়গা থেকে কাজ করে আসছে। আমরা সেই ধারাবাহিকতা রেখে  বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষা, গবেষণা ও সুস্থ সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে তাদেরকে সৎ, দক্ষ ও নৈতিক মান উন্নয়নের জন্য কাজ করার চেষ্টা করবো। এজন্য বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট সকলের সহযোগিতা প্রয়োজন।


নব মনোনীত সেক্রেটারি মাসুদ রানা তুহিন বলেন, আমরা বিশ্ববিদ্যালয়ের সকল দলমত নির্বিশেষে সকলকে নিয়ে সুস্থ-সুন্দর ক্যাম্পাস বিনির্মান করতে চাই। যেখানে কোন হানাহানি থাকবে না। সকল শিক্ষার্থী নিজেকে বিশ্ববিদ্যালয়ে নিরাপদ মনে করবে। শিক্ষার্থীদের মেধা ও নৈতিকার সংমিশ্রন গঠিয়ে বিশ্ববিদ্যলয়ের সুনাম অর্জনে জন্য ছাত্রশিবির অতিতের ন্যায় কাজ করতে চায়।


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি